top of page

MOUSUMI PARUI

Official Site of Best selling

Author & Poet

Books & Poetry

Works

Bio

পূর্ণ আমি অনুভবে, পূর্ণ আমার মন................... পুণ্যতা চাই না তো আর পূর্ণ এ জীবন ৷
Bio

In the Press

জীবন জুড়ে অনুভুতি

**********************

অনুভূতি জীবন জুড়ে ,অনুভূতি মনে

অনুভূতি ছড়িয়ে আছে সকল বিশ্ব জুড়ে ,

মুঠোর মধ্যে ধরতে চাইলে, ফস্কে সে যে যায়

মনের মধ্যে ধরতে চাইলে রঙ সে বদলায়।

তার চেয়ে বরং অনুভূতির সাথেই আমরা বাঁচি....... জীবন জুড়ে অনুভূতির ভেলায় খালি ভাসি।

অনুভূতির ঢেউ তুলে আজ বাতাস কথা বলে ,

সমুদ্রও ধারণ করে ঢেউয়ের ভাঁজে ভাঁজে।

আকশেও অনুভূতি মেঘের পরত জুড়ে ,

প্রকৃতি বলে সাজি আমি অনুভূতির সাজে।

(30/3/16)

********************************************

চল-অনুভব

**************

অনুভব চল আজ অনুভূতি নিয়ে

একবার ঘুরে আসি, দূরে-বহু- দূরে ৷

শ্রাবণের আকাশেতে আশ্বিন হাসে

মনে আজ কেন জানি আগমনী ভাসে ৷

চারদিকে চেয়ে দেখ সোনাঝরা রোদ,

কি ভীষণ ভালোলাগা

বল অনুভব ?

সাথে থাক,কাছে থাক,থাক ভালোবেসে

চল আজ ঘুরে আসি,দূরে বহু দূরে ৷৷

(11/8/16)

Simon Doonan,
THE WASHINGTON PAPER

অনুভব.... তোকে!

******************

কি যে লিখব তোকে আমি,কি যে বলব তোকে

ভাবতে ভাবতে সকাল দুপুর বিকেল হয়ে আসে ৷

কত কথা জমতে থাকে বলা হয়না কিছু

সকল কথা বললে পরে কাব্য হত কিছ

সকাল বেলা উঠে দেখি পেয়ারা গাছের ডালে

নাম না জানা একটি পাখি আপন মনে ডাকে

অন্ধকারের চাদর সরে ফুটতে থাকে আলো

জানিস ? তখন মনে হয়, সবই যেন ভালো ৷

কোথাও কোনো দুঃখ কষ্ট কিছুই থাকতে নেই

ভোরের আলো বলে যেন ভালো থাকা চাই ৷

উদাস দুপুর বাউল সুরে ঘুঘু হয়ে ডাকে

আমার মনে তখন জানিস কবিতা ভরে থাকে ৷

কিন্তু কোথাও পাই না তোকে,

কোথায় তখন তুই?

আয় না অনুভবটা জুড়ে,এককে করি দুই ৷

দুপুর যখন বিকেল হয়ে চুপটি করে নামে

সন্ধ্যা তারার প্রথম আলো আমন্ত্রণে হাসে

একে একে ফুটতে থাকে একটি দুটি তারা,

অনুভব তখনও তুই, কেন দিশাহারা ?

আসতে তোকে হবেই দেখিস অনুভূতি জুড়ে

তোর অভাবে কবিতা আমার অসম্পূর্ণ আছে ৷

(16/8/16)

Mandy Fernandez,
SEATTLE DAILY

গোচর-অগোচর

******************

জলজ মন, স্থলজ জীবন, বনজ গন্ধে মেশা

অনুরণনে, অবগাহনে... অতলান্তে ভাসা ৷

কিছু হারাবার,কিছু ছাড়াবার.. কিছু ছুঁয়ে যেতে চায়

স্মৃতি সুমধুর, বেদনা বিধুর,

ক্ষণে ক্ষণে বয়ে যায় ৷

ঝরে ঝরে পড়ে স্মৃতির গোচরে

যা কিছু ছিলো আমার,

ছুঁয়ে ছুঁয়ে মন, করে আনমন

ক্ষণে ক্ষণে বয়ে যায় ৷

কিছু পাওয়া চাওয়া, কিছু চাওয়া পাওয়া

ডাক দিয়ে কে যায়!

কোন অনুভবে রোজ কাছে আসে...

স্বপ্ন মাখিয়ে যায় !!

ঝরে ঝরে পড়ে স্মৃতির গোচরে

যা কিছু ছিলো আমার,

ছুঁয়ে ছুঁয়ে মন, করে আনমন

ক্ষণে ক্ষণে বয়ে যায় ৷৷

**********************************************

ফিরে এস অনুভবে

*************************

ফিরে এস অনুভবে,ফিরে এস মনে

ফিরে এস প্রতিদিন নব নব রুপে

ফিরে এস ঘুম ভাঙা চোখে ভোর হয়ে,

ফিরে এস বিষণ্ণ দুপুরের বুকে,

ফিরে এস ঘরে ফেরা পাখিদের সাথে,

তোমার প্রতীক্ষায় রাত নেমে আসে ৷

...................

ভরে আছে শূণ্যতা,পূর্ণতা চাই

সব সত্যের মাঝে শুধু জেনে যাই,

মিথ্যে নয় যা জীবন অনুভব,

অনুভবে- অনুভূতির সেই সংযোগ

যতই হারিয়ে যাক, তবু ফিরে আসে,

অনুভব, অনুভূতি জুড়ে বারে বারে ৷

( 2/9/16)

 

 

তবু কেন নয় ?..... 4

********************

যতই ভাবি আকাশ হব,তবু কেন নয় ?

কতটা উদাস হলে পরে আকাশ হওয়া যায় ?

রৌদ্রদহন তপ্ত করে,ঝলসে যাওয়া বুকে

কষ্টগুলো বরফ হয়ে জমতে থাকে সুখে ৷

অন্ধকার ঢেকে দেয় প্রকাশ যখন পুরো

তবুও আকাশ তারার প্রদীপে

জ্বালিয়ে রাখে আলো ৷

ঝরিয়ে দেয় উদারতায়, সকল কিছু ভার

বৃষ্টি হয়ে ঝরতে থাকে কান্না যেন তার

যতই ভাবি আকাশ হব

তবু কেন নয় ?

কতটা উদাস হলে পরে আকাশ হওয়া যায় ?

(18/8/16)

*********************************************

কবিতা যখন তুমি

*******************

অস্তিত্বে জড়িয়ে থাকিস অনুভবে মিশে

অনুভূতির ভাষা হয়ে কবিতাতে ভেসে ৷

কবিতা হতে চেয়েছিলি, কবিতা হয়েই আসিস

শেষ করতে পারিনা লিখে, এমনই ভরে থাকিস ৷

যতই ভাবি কবিতা লিখব,তোকে লিখব না

ততই খালি তুই আসিস,কবিতা আসেনা,

যতই ভাবি, কবিতা ভাবব,তোকে ভাবব না

ভাবনা জুড়ে তুই থাকিস, কবিতা থাকে না ৷৷

(6/11/16)

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

অনুভবের মাঝে.... 5

****************

নতুন কিছু পাওয়া মানে,পুরোনো হারান নয়........ পুরোনো আঁকড়ে থেকেও নতুন, মূল্য দেয়া যায় ৷

সকল কিছু মনের কাছে, তাতে দিওনা ফাঁকি

মনের ঘরটা যেন তোমার জানা না থাকে বাকি ৷

মনের ঘরে আকাশ রেখ,সম্পূর্ণ এক আকাশ,

দিগন্ত বিছিয়ে রেখ,কৃপণতা নয় আর ৷

আকাশ ভালোবাসি বলে,ভুলতে পারি মাটি!!

আমার আকাশ, মাটি আমার,

আমার কাছে দামি ৷৷

( 6/11/16)

**********************************************

স্বপ্ন নিয়ে আসুক

******************

কিছু স্বপ্ন ছুটে আসছে, কিছু স্বপ্ন ধেয়ে

কিছু স্বপ্ন এখনো আছে আলোকবর্ষ দূরে ৷

কিছু স্বপ্ন ভেঙে যাচ্ছে, কিন্তু স্বপ্ন ক্ষয়ে,

কিছু স্বপ্ন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবে বলে ৷

............................

কিছু স্বপ্ন গড়ার পথে,কিছু স্বপ্ন গড়ে

কিছু স্বপ্ন আজকে রাতে আসছে ঘুমের পরে ৷

ভাঙবে,গড়বে, ছুটবে, ঝরবে

তবু যেন রোজ,

স্বপ্ন নিয়েই আসে কাছে,

স্বপ্নের এক ভোর ৷

(২৮/৮/১৬)

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ইচ্ছে হলে পরে

*********************

ইচ্ছে হলে পাঠিয়ে দিও উড়ো মেঘের ভাঁজে,

যন্ত্রণা, দুঃখ, কষ্ট.. যা যা আছে ৷

পডুক ঝরে ইলশেগুড়ি বৃষ্টি হয়ে মনে

বিন্দু বিন্দু জমিয়ে নেব, মনের সিন্ধু জুড়ে ৷

ইচ্ছে হলে ঝোড়ো,মেঘলা,শীতার্ত দিনে

মেলে দিও মনটা তোমার

আকাশ পাতার মাঝে ৷

লিখে দিও একটা চিঠি

উজাড় করে মনে,

ভেসে আসুক বৃষ্টি শেষে

মিশ্র ফুলের ঘ্রাণে ৷

(24/9/16)

**********************************************

বৃষ্টি ঝরে মনে

*********************

শ্রাবণ চলে গেল, তবু বৃষ্টি ঝরে পড়ে

বৃষ্টি ঝরে আকাশ থেকে, বৃষ্টি ঝরে মনে,

শরৎ মেঘ ভেসে যায়, তবুও কালো মেঘে

রৌদ্র ভরা আকাশটাকে ঢেকে কেন রাখে ?

বৃষ্টি ঝরে চোখের পাতায়, বৃষ্টি ঝরে মনে

শ্রাবণ চলে গেল, তবু বৃষ্টি কেন ঝরে ?

সারাদিনই বৃষ্টি ঝরে, বৃষ্টি ঝরে যায়,

সিক্ত চোখের পাতা জুড়ে রাত্রি নেমে আয় ৷

..........................

গুমোট কালো মেঘ, আর ধূসর একদিন

গাছ গুলো সব বড্ড সবুজ

মনটা রঙ হীন..........

বাতাস যেন উদাস ছোঁয়ায়

ঘুম পাড়িয়ে যায়,

সিক্ত চোখের পাতা জুড়ে,

রাত্রি নেমে আয় ৷

(10/9/16)

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ধর্মের আত্মকথা

****************

ধর্ম আমি মনের দুঃখে ঘুরছি দেখ পথে,

আমার সকল ছেলে আজ বিরোধ করে মরে ৷

শিখিয়েছিলাম কোনএকদিন.. "একতাতেই বল"

তারা আজ মেতে আছে, নিয়ে বাহুবল ৷

কেউ দেখে না কারোর ভালো,

নিজেতে মেতে থাকে,

ধর্ম আমি, মনের দুঃখে ঘুরছি দেখ পথে ৷

শান্তি নেই মনে আমার,অশান্তিতে বাস

ভাবছি আমি এবার নেব.. সত্যিই বনবাস ৷

বলেছিলাম.. সন্তানমোর মিলেমিশে থাক,

ধর্ম থাকে ভালোবাসায়.. শান্তি দিয়ে বাঁধ ৷

সবাই তোমরা সন্তান মোর,

আমি এক বাপ,এর বাইরে কোন ধর্ম ?

নিয়ে অভিশাপ -

আঘাত হানে,অত্যাচার,অধর্মের পথে,

ধর্ম থাকে মনুষ্যত্বে,মানবতার মাঝে ৷৷

( 3/11/16)

********************** **********************

চল ধর্ম ধর্ম খেলি

**************************

ধর্ম এক দারুণ খেলা, খেলতে যদি পার

নিজের মনে ইচ্ছে মত বদলে দিতে পার,

যেমন ইচ্ছে ধারণ কর,বদলে দাও ধরণ

চাইলে পরে ধর্ম দিয়ে করতে পার শোষণ ৷

গুড়িয়ে দাও, ভেঙে দাও,

চুরমার করে ছাড়,

যখন ইচ্ছে সুখ শান্তি কেড়েই নিতে পার,

আধুনিকতার যুগে ধর্ম অন্ধ হাতিয়ার,

ধর্ম প্রতিষ্ঠাই এখন সবচেয়ে দরকার ৷

ধর্ষকরাও ধার্মিক হয় পশুর ধর্ম নিয়ে,

ফুল বল, কুড়ি বল ছিন্ন করে ফেলে

ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে,

তাদের জন্য ক্ষমা ??

সত্যিই এখন ধর্মটা কি,

কিছুই বুঝি না!!

তবু আমরা ধার্মিক হই,মানুষ শুধু নই

ধর্মকেই বর্ম করে, যুদ্ধে রত রই ৷৷

(2/11/16)

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ইতিহাসের লজ্জা

*******************-

ইতিহাসের চাকা ঘুরতে ঘুরতে ঘুরেই চলেছে রোজ সেই চাকারই দাগেতে ঘুরছে ,ভবিষ্যতের মোড় ,

বর্তমানটা ভবিষ্যতের বাঁকেতে আঁচড় কেটে ,

কি ইতিহাস লিখে রেখে যাবে সময়ই শুধু তা জানে।

ইতিহাসের চাকা ঘুরতে ঘুরতে,ঘুরেই চলেছে রোজ,

সেই চাকারই ধূলোতে লুটোয় বর্তমানের শব।

ছিন্নভিন্ন শবদেহ ঘিরে মানুষের হাহাকারে ,

বর্তমানটা কালের চক্রে ঘূর্ণি পাকে ঘোরে।

খুন ও জখম ,দাঙ্গা বিবাদ ,ধর্ষণাক্ত মন ,

রক্তাক্ত সময় জুড়ে--কালের কোপের ক্ষণ।

উগ্রপন্থা উগ্রপন্থী , ধর্ম মারছে থাবা ,

সেই থাবাতে পিষ্ট হচ্ছে সরল মানব মাথা।

রক্তক্ষরণ জীবন জুড়ে ,রক্তক্ষরণ মনে ,

রক্তঝরা বর্তমানটা কি ইতিহাস রচে ?

থাকনা আজ ইতিহাস লেখা বর্তমানটা জুড়ে ,

লজ্জার মুখ ঢাকবে তবেই কালের চক্রে ঘুরে।

**********************************************

মানব সাগর তীরে

*******************

আমায় সবাই ডাকছে অবিরত

কখনো ডাকে বুদ্ধ আর কখনো বা ডাকে খৃষ্ট,

চৈতন্য নানক লালন, কেউই বাকি নেই,

সবাই কেন উদাত্ত টানে, টানছে ভাবি তাই!

কখনো শুনি ঘণ্টা বাজছে, বাজছে শঙ্খ ধ্বনি

কখনো শুনি আজানের ধ্বনি,

ভেসে আসে রামায়ণী ৷

কখনো দেখি সামনে আমার বুদ্ধ মূর্তি রূপে

দাঁড়িয়ে আছেন ভগবান তার অভয় বার্তা নিয়ে,

কখনো দেখি মোম জ্বালছি,জ্বালছি মনের প্রদীপ

মেরীর কোলে যীশু শুয়ে... প্রার্থনা সঙ্গীত,

কখনো দেখি আমার আমি ঘুরছি পথে পথে

কোন তীর্থে যাব যে আমি,নিজেও জানি না যে,

সবাই কেন আমায় টানে, ভেবে পাই না আর

আমার মনতো মানব সাগরে মিলেমিশে একাকার ৷

(23/7/16)

 

বহতা জীবন

********************

দিনের পরে রাত যে আসে ,রাতের পরে দিন

দুয়ের কাছেই রইল আমার অবিচ্ছেদ্য ঋণ।

দিনগুলোকে যাপন করি ,কর্ম দিয়ে ভরি

রাতগুলোকে ঘুমের ঘোরে স্বপ্ন

দিনগুলো সব আলোর প্রকাশ--নানা রকম আলো,

সকাল বেলার স্নিগ্ধ আলো , দুপুর বেলার দাহ।

রুদ্র সূর্য আবার যখন অস্তাচলের পথে ,

লাল আবীরে ভরিয়ে আকাশ স্নিগ্ধ আলোয় মাতে।

সন্ধ্যা নামে সাঁঝ আকাশে ,একটি দুটি তারা

মনটা যেন বাড়ি ফেরার পথেই দিশাহারা।

ডাকছে একটা শান্ত আবাস ,গৃহ কাতর রোদ

মনের মধ্যে উতল হাওয়া মারছে যে ঝাপট।

কত কিছু দিনের বুকে জন্ম মৃত্যু শোক

রাতের বেলাও জন্ম আসে আসে মৃত্যু ভোগ ।

ঘটতে থাকে ঘটমান যা--বহতা যেন জল

দিন ও রাতের মিলন জুড়েই

জীবনের কাব্যবোধ।

**************************************

ফিরতে হবে--একদিন

************************

একদিন যা ভাঙবে জান, তবু কেন তাকে

মিথ্যে দিয়ে গড়ে তোলো কিসের অভিলাষে?

যে সৃষ্টিতে থাকে না কোনো প্রাণের আকুলতা,

সেটা ভেঙে গেলেও পরে লাগতে পারে ব্যথা ৷

সত্যিটাকে মিথ্যে বলে,মিথ্যে আঁকড়ে ধরে

সৃষ্টি করা যায় না কিছুই শত চেষ্টাতে ৷

যে মনেতে সততা আর সত্য থাকে না কোনো

সে মনে আর যাই হোক, সৃষ্টি হয় না কোনো

তবু সৃষ্টি বেঁচে থাক ভালো খারাপ মিশে

একদিন ঠিক আসতেই হবে সত্যের কাছে ফিরে ৷

(19/8/16)

 

মরীচিকা

***********

যেদিকে তাকাই মরীচিকা খালি

ধূ ধূ এক প্রান্তর.....

তৃষ্ণার জল খুঁজে খুঁজে ফিরি,

নিদারুণ অন্তর ৷

মিথ্যে আশায় খালি খুঁজে চলা

মরীচিকা মাঝে জল,

মরুভূমি মাঝে জীবনের মত,

করে যেন টলমল ৷

সামনে এগোই,হাতটা বাড়াই

ছুঁতে চাই মন দিয়ে......

মরীচিকা সে তো, ধরা দেয় না,

ফেরাতে জানেই সে ৷

(28/9/16)

**********************************************

হাহাকারে

**************

হারিয়ে যাওয়া এক মন,

বার বার ফিরে ফিরে আসে,

এক অতৃপ্ত আত্মা হয়ে

কেন ? কিসের অভিলাষে?

কেন পৃথিবী ছেড়ে গিয়েও,

মুক্তি পায় না তারা?

হায়রে আত্মা, জীবনে পড়েছে বাঁধা ৷

কোথায় যেন, কোথায় রয়েছে টান

অশ্রু ঝরছে, করছে রক্ত স্নান,

যতই ভাবুক লেনদেন মিটে যায়,

আত্মাই জানে তাতো সাধ্য নয়!

দৃশ্যমান হয় না তবুও তা,

জন্ম থেকে জন্মান্তরে বাঁধা ৷

ছেড়ে গিয়েও শুধুই কেঁদে মরে,

নীরব অশ্রু অতলান্ত স্রোতে ৷

বাতাসের বুক দীর্ঘশ্বাসে চেরে

অবয়ব হীন মন, অবয়ব খোঁজে ৷

(26/8/16)

 

মানিয়ে নিতে পারি

*******************

শিখি আমরা কত কিছুই, শিখব কত আরো!!

শিখি আমরা আবেগ গুলো করতে প্রতিহত,

বহন করতে পারি এখন চাপিয়ে দেয়া ভার

নিজের মতের মূল্য নিয়ে ভাবনা নেই আর ৷

মেনে নি , মানিয়ে নি, মানিয়ে নিতে পারি

আকাশ আছে,বাতাস আছে, আছে জল ও মাটি

আর আছে সবুজ অবুঝ বাঁধন ছাড়া মন

রৌদ্রে এবার ভিজব ঠিক,

জ্যোৎস্না পোড়াক মন ৷৷

(8/11/16)

**********************************************

নতুন ভোরে

ধীর পায়েতে হাঁটতে হাঁটতে সকাল আসে রোজ... আলো ছায়ার আচ্ছাদনে বনের পথে ভোর....... স্বপ্নগুলো হারিয়ে যায়, ছাড়িয়ে যায় না,

জেগে থাকে মনের ঘরে সুপ্ত বাসনা

স্বপ্ন সত্যি হোক বা না হোক আলোয় পৃথিবী

রাত পোহালে হাসবে ভোরে

ভাসবে পৃথিবী ৷৷

(8/11/16)

 

তুমি ও কবিতা

*******************

অস্তিত্বে জড়িয়ে থাকিস অনুভবে মিশে

অনুভূতির ভাষা হয়ে কবিতাতে ভেসে ৷

কবিতা হতে চেয়েছিলি, কবিতা হয়েই আসিস

শেষ করতে পারিনা লিখে, এমনই ভরে থাকিস ৷

যতই ভাবি কবিতা লিখব,তোকে লিখব না

ততই খালি তুই আসিস,কবিতা আসেনা,

যতই ভাবি, কবিতা ভাবব,তোকে ভাবব না

ভাবনা জুড়ে তুই থাকিস, কবিতা থাকে না ৷৷

(6/11/16)

*********************************************

যাত্রা পথের শেষে

*********************

মন খারাপের মেঘ গুলো সব সবুজ ঘাসের বুকে

হেমন্তের শিশির হয়ে রাতের গল্প লেখে ৷

তারাভরা আকাশ মাঝে স্তব্ধ এক রাত

আধো আলো অন্ধকারে সিক্ত যেন রাত

ঘুমহীন চোখ রাতের বুকে কতনা গল্প লেখে

রাতের বুকের গল্প দিনের

যাত্রা পথের শেষে ৷৷

(7/11/16)

 

হৈমন্তী প্রকৃতিতে

********************

শরতের রেশ কাটেনি,শীতের আমেজ ভাসে

হৈমন্তী প্রকৃতিতে নতুন সকাল আসে ৷

শীত আসছে সুখ,দুঃখ সঙ্গে করে নিয়ে,

ঘাসের বুকে শিশির কণা ঝলমলিয়ে হাসে ৷

পৃথিবীর বুকটা জুড়ে উষ্ণ নরম রোদ

ছড়িয়ে পড়ে,ভরিয়ে তোলে

যাপিত জীবন বোধ ৷

হালকা, গাঢ়, হলদে সবুজ,

গাছের পাতার ফাঁকে,

নতুন আরেক সকাল যেন,

আলোক স্নানে ভাসে ৷

রৌদ্র চুমে যায় যে তাদের

নতুন সকাল হলে,

গাছও খোঁজে উষ্ণতা

রোদের কোলাহলে ৷৷

(25/10/16)

*********************************************

চল অবগাহনের পথে

***************************

তুমি আর আমি জীবনের দুটো নদীর বাঁকে বাঁকে

লিখতে থাকি উপাখ্যান মনের সুখে দুঃখে,

গাঁথতে থাকি স্মৃতির মালা,অঞ্জলি করপুটে

এভাবেই কি অমরতা মানুষের সাথে ছোটে?

ভাবনাবদ্ধ আমরা সবাই,ভাবনা ছাড়া নই

ভাবনা গুলোর স্বপ্ন আর অনুভবে জুড়ে রই,

অনুভূতি জুড়ে জ্যোৎস্নার স্নানে অবগাহনের পথে

অনুভব আসে রৌদ্র হয়ে উষ্ণতা ছড়াতে ৷

অমরতা নয়,গভীরতা চাই,

ভাসতে চাই না তটে...

জীবনের নদী পুন্য হোক পূর্ণতারই পথে ৷৷

(20/10/16)

 

দ্বিপ্রহরিক পরিভ্রমণ

********************

মনের মধ্যে হু হু করা ডাহুক ডাকা দুপুর

ঘুম ঘুম মন ছায়া ঘন ক্ষণ নিদ্রামগ্ন দুপুর।

কোথায় যেন বিষণ্ণ সুরে কে গান গেয়ে যায়

সুরের মোহেতে সুরের জালেতে আবিষ্ট মনটা ধায়। কোথায় ছুটছে --কত দূরে যে , কিছুই জানি না ,

শুধু জানি মনটা আমার , ভাসতে ভাসতে যায়।

পাহাড় চূড়ায় মেঘের দেশে ঘন সবুজ গ্রাম ,

কুয়াশা ঘেরা নিবিড় ঘন ,শান্ত স্নিগ্ধ গ্রাম।

আরো- আরো অনেক- দূরে নীল জলের রাশি

সাগর বুকের আশ্রয়েতে বলছে ভালোবাসি।

অগাধ জল আর অথৈ জলে ভাসতে থাকা মন ,

একের পর এক ঢেউয়ের দোলায় দুলতে থাকা মন ,

ফিরে আসে আবার যখন পরিক্রমণ শেষে ,

দিনের মধ্যে সন্ধ্যা নামে

অন্ধকারটা হাসে।

**********************************************

এক সম্পূর্ণ মনের আশায়

**************************

একটা মনের মধ্যে থাকে হাজার মনের বাস

কোন মনটার দেহের ঘরে থাকে স্থায়ী আবাস?

একটা মনে আনন্দ তো ,আরেক মনে শোক

একটা মনে নিরাশা তো ,আশারও থাকে প্রকোপ।

সুখ দুঃখ ,হাসি কান্না ,বিরহ বিষাদ নিয়ে

ছোট্ট সেই সবুজ মনটা টুকরো হতে থাকে ।

টুকরো টুকরো খণ্ড জুড়ে জীবন চিএ আঁকে ,

কিন্তু সেই সবুজ মনটা ,সবুজ কি আর থাকে?

কত রঙের প্রতিফলন সারা জীবন জুড়ে ,

কত তুলির আঁচড় পড়ে ,মনের বাঁকে বাঁকে।

আঁচড় গুলো স্থায়ী বা অস্থায়ী যাই হোক ,

মনের পাতায় পূর্ণ তো হয় স্মৃতিরও অক্ষর।

স্মৃতি গুলো মনের মধ্যে লুকোচুরী খেলে ,

একটা মনকে খণ্ড খণ্ড করতে থাকে চলে।

খণ্ড গুলো জুড়ে জুড়ে বি-খণ্ডিত মন ,

সত্যি কি আর পাওয়া যায়া

সম্পূর্ণ এক মন!!

 

ধর্মের ধ্বজা কেন ওড়ে ?

*************************

তুমি বলছ হিন্দু তুমি ,আমি যদি খৃষ্টান

তুমি যদি হও বৌদ্ধ জৈন কিংবা মুসলমান

তাতে আর কি যায় বা আসে!

সত্যি কি কিছু যায়?

নাই বা হলাম হিন্দু বৌদ্ধ জৈন বা খৃষ্টান

মানুষ হয়েই থাকতে তো পারি ধর্মে কি আর হবে ?

তাই বলে কি অধর্মীও সত্যি হতে হবে ?

তা তো নয় আর ,ধর্ম থাকুক অন্তরেতে ধরে

তাকে নিয়েই সাম্যের গান গাইব অন্তরে।

একসাথে গাই সাম্যের গান বিভেদ কোথায় বল ?

মানব ধর্মই মানুষের ধর্ম আর কিছু নয় বড়।

যদি যাই দাহে কিংবা কবরে তাতেও কি কিছু হবে?

যখন চলে যেতেই হবে মাটির পৃথিবী ছেড়ে।

মিলব আবার বিলীন হব মাটি বা বাতাসে ,

সেখানেও কি তখনও কোনো ধর্ম সাথে যাবে ?

শোক দুঃখ জ্বালা যন্ত্রণা হাসি কান্না মিলে

জীবনের সব অনুভূতিকে মানুষই ধারণ করে।

কোথায় থাকে ধর্ম যখন খিদের জ্বালা পেটে ?

কোথায় থাকে ধর্ম মানুষ রোগের কোপেতে ভোগে? যে মেয়েটা ধর্ষিতা হয় ,ধর্ম কি দেখে কিছু ?

ধর্ম কি কখনও করে কোনোদিন

ধর্ষকের মাথা নীচু ?

প্রতিবাদ বল অত্যাচার আর অধর্মকে ঘিরে

ধর্ম নয় মানুষই তো শুধু--প্রতিবাদ করে মরে।

মানুষই ওড়ায় বিজয় পতাকা যুগে যুগে কালে কালে

তবুও কেন ধর্মের ধ্বজা ,আজও বাতাসে ওড়ে ?

 

নিরাশায় আশা

****************

কিসের জন্য ছুটতে থাকি দিনে দিনান্তরে?

কিসের আশায় বইতে থাকি জন্ম জন্মান্তরে?

কিসের আশায় ভূমিষ্ঠ এই ছোট্ট ছোট্ট প্রাণ ,

মানুষ হানছে জীবন জুড়ে মানুষের জন্য বাণ।

অবক্ষয় আর ধ্বংসের পথে হতাশা দীর্ঘশ্বাস ,

ক্ষয় রোগেতে ক্ষয়েই যাচ্ছে সামাজিকতার গ্রাস।

ক্ষইতে ক্ষইতে কোথায় দাঁড়াবে আধুনিকতায় মোড়া

ঝাঁ চকচকে সমাজ বুকে কুসংস্কার ভরা।

মোড়ক খুললেই হাজার বছর পিছিয়ে পড়তে হয় ,

সেই সমাজে মানব শিশু ভূমিষ্ঠ কেন হয়?

মানব শিশু এসো না তুমি, এই পৃথিবীর পরে ,

যেখানে তোমায় ভালোবেসে

বুকেতে কেউ না ধরে।

খৃষ্ট নেই ,বুদ্ধ নেই, নেই কোনো হজরত

নানক নেই ,রামও নেই ,নেই কোনো ভাগবত।

গীতা ও কোরান বাইবেল আর

ত্রিপিটক আজও আছে

কিন্তু তার উদাত্ত বাণী পৌঁছোয় কার কাছে?

মানুষই আজ ধর্ম রচে ,মানুষই আজ লেখে ,

মানুষই আজ তার পদাঘাতে ,মানুষকে পিষে মারে।

কোথায় দাঁড়াবে মানব শিশু ,ছোট্ট ছোট্ট যীশু ,

কোথায় দাঁড়াবে ব্রজের গোপাল ,ব্রজের কৃষ্ণ শিশু।

আসবে যদি এসোই আবার যৌথ সম্মলনে ,

খৃষ্ট ,বুদ্ধ ,হজরত আর রাম ও কৃষ্ণ নিয়ে।

 

এক অবুঝ গাছের গল্প

***********************

এক যে আছে গাছ...........

সবুজ পাতার, অবুঝ মনের দারুণ এক গাছ ৷

দাঁড়িয়ে থাকে আপন মনে ঝড় বৃষ্টি জুড়ে,

মেঘলা আকাশ, উদাস বিকেল,

ধূসর রাত্রি সুরে..........

ভরিয়ে তোলে নিজের মত,

নিজের মনের ঘর,

একা একা সারাটাদিন,বুকেতে নিয়ে ঝড় ৷

দিনতো কাটে দিনের মত,রাতটা আসে ফিরে

গাছও ফেরে চুপটি করে আপন মনের ঘরে,

ঘুমন্ত এক পৃথিবীর, প্রতি রাত্রি জুড়ে

গাছই খালি গাছের বুকে,

গাছের গল্প লেখে ৷

(28/9/16)

**********************************************

ভাবছি!!!

************

ভাবছি.....

গাছ হয়ে যাব ৷

সুখ দুঃখের শেকড় গুলো মাটিতে আঁকড়ে দেব ৷

সহ্য হয় না আর,

কেউ শোনে না যখন কোনো আর্ত চিৎকার ৷

কেটো তখন মনের মত,কুঠার হেনো যত,

গাছতো আমি... ভাষা হীন,

আঘাত হানবে তত ৷

. ..........................

ভাবছি........

পাহাড় হয়ে যাব

একটা একটা পাথর বুকে পাষাণ আমি হব,

তখন ঠিক বলবে পাষাণ

হৃদয় আছে নাকি?

বলবনাতো কিছুই সেদিন

পাষাণ বলে নাকি ?

6/9/16

 

 

অসহায় পৃথিবী!!!

********************

পৃথিবী পড়েছে মহা জ্বালায়, বলতে পারে না কিছু

অহংকার দম্ভ নিয়ে করছে চাঁদের পিছু,

চাঁদটা হাসে... এতই সোজা ?

দম্ভ আগে ছাড়,

অহংকারের থেকে আগে বেরিয়ে এসে দেখ,

পুড়তে থাক, দারুণ দহে,

ক্ষত বাড়বে যত ........

বুঝবে তত,যন্ত্রণা আর কষ্ট বাড়বে তত ৷

কত দহন, কত জ্বালা অমাবস্যা জুড়ে

পূর্ণিমার প্রতীক্ষায় পূর্ণ হবে বলে ৷

বোঝ? কত কষ্ট জমে, গ্রহণ লাগলে পরে ?

চাঁদই জানে গ্রহণ চাঁদের কান্না হয়ে ঝরে ৷

(17/9/16)

**********************************************

চাঁদের আকাঙ্খা

*******************

চাঁদ যদি চায় পৃথিবীটা পূর্ণ হয়ে উঠুক,

তাতে কি দোষ চাঁদের বল ?

চাঁদ কি বোঝে কিছু?

সরল একটা চাওয়া তাঁর

পৃথিবীকে ঘিরে ৷

পূর্ণ হোক পৃথিবীটা

দিন ও রাতের বুকে,

জমতে থাকা চাওয়া গুলো

আঁচড় কাটে বুকে,

চাঁদই খালি বোঝে শুধু

পূর্ণ অনুভবে ৷৷

(12/10/16)

 

তবু ভালো থেকো

******************

আমি নাইবা ভালো থাকি তবু, ভালো থেকো তুমি

তুমি আমার কত দিনের রাত জাগা এক পাখি ৷

আমার জন্য অমাবস্যা, জোনাক ডাকা রাত

তোমার জন্য পূর্ণিমা চাঁদ, জ্যোৎস্না বিছিয়ে থাক ৷

আমি নাইবা ভালো থাকি তবু ভালো থেকো তুমি,

তুমি আমার দিনের আকাশ রৌদ্রে ভেজা পাখি ৷

আমার জন্য মেঘলা থাক,

ঝড়ের মুখের প্রদীপ....

তোমার জন্য দুহাত দিয়ে

আগলে আমি রাখি ৷

জ্বালিয়ে রাখি অনন্তকাল

তোমার জন্য আলো,

ঝড়, ঝঞ্ঝা, আঁধি, তুফান

আমার জন্য ভালো ৷

(9/9/16)

**********************************************

স্তব্ধ এক পাখি (এক)

*********************

স্তব্ধ হয়ে গেলাম,

সকল ভাষা রাতের বুকে হারিয়ে আমি এলাম ৷

ফিরে আসে বারে বারে একটি আগুন পাখি,

আকাশ ভালোবেসে , বুকে কান্না জমে নাকি ?

তবু পাখি ভালোবাসে আকাশটাকে রোজ

উড়তে উড়তে আকাশটাকে দেখতে থাকে রোজ

ছুঁতে চায় ডানা মেলে... ভরিয়ে দিতে চায়

যা আছে তার সকল কিছু,

ভরিয়ে দিয়ে যায় ৷

ভালোবাসে মেঘলা আকাশ, রৌদ্র ঝরা দিন

ভালোবাসে দিনের আকাশ,রাতেতে বিলীন,

ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, আকাশ তবু তার,

কিন্তু আকাশ হল না আপন....

কান্না জমে তার ৷

( 8/9/16)

 

স্তব্ধ এক পাখি... (দুই)

***********************

শেষ কিছু প্রশ্ন, শেষ কিছু স্মৃতি

শেষ কিছু সম্বল... যা ছিলো বাকি,

একবার চেয়েছিল জেনে শুধু যায়

সব অনুভব কি শেষ হয়ে যায় ?

ভুল হয়ে যায় সব, যা ছিলো জানা?

নাকি হয়ে যায় তা বড় অচেনা ?

কিন্তু তা প্রশ্নই শুধু থেকে যায়,

কত প্রশ্ন মনে জমা হয়ে যায় ৷

থাক সব প্রশ্নেরা প্রশ্নতে পড়ে

উত্তর না থাক তবু থাক ভরে,

প্রার্থনা প্রতিদিন শুধু রেখে যায়

কিছু অনুভব যেন শুধু বলে যায়,

ভালো থাক, খুশী থাক

সুখী থাক রোজ

বেঁচে থাক ভালোভাবে

জীবন অনুভব ৷

(11/9/16)

**********************************************

বিফলতা

************

দিন চলে যায় দিনের গর্ভে রাত চলে যায় রাতে,

জীবন কেন কান্না হাসির গল্প লিখে চলে?

নানা রঙের স্বপ্ন দিয়ে মগ্ন আমার মন,

মুক্ত মালা গাঁথবে বলে হয় যে উচাটন।

জীবন ছেঁচে ঝিনুক খুঁজি মুক্ত খুঁজি রোজ

মুহূর্ত কে মূল্য দিয়ে জাপটে ধরি রোজ।

কিন্তু হাতে ঝিনুক ওঠে,মুক্ত ওঠে না,

জীবন ছেঁচে সিক্ত হয়েও মুক্ত জোটে না।

(২৩/৮/১৬)

 

এত দোষে দোষী!!!

*******************

রোদ উঠলে আমার দোষ, বৃষ্টি হলে পড়ে

ঝড় ঝঞ্ঝা, আঁধি তুফান, সুনামি এলে পরে

সকল কিছু আমার দোষ,আমিই শুধু দোষী

এত দোষ নিয়ে মানুষ করতে পারে কি!!

এত রোদ কেন যে আজ!!বড্ড তাত রোদে

সকাল থেকে বৃষ্টি এত..দোষী আমি তাতে ৷

মেঘলা কেন আকাশ আজ!!

উঠছে কেন ঝড় ?

সেটাও নাকি আমার দোষ,ভূমিকম্পের পর

লণ্ডভণ্ড সকল কিছু আমার দোষে নাকি,

এত দোষ নিয়ে আমি করতে পারি কি!!

(11/11/16)

**********************************************

ভুল বোঝাবুঝি

********************

আমায় সবাই যতটা বোঝে

ভুল বোঝে তার বেশী

তাতে আর আমি বল কিবা করতে পারি?

মনের আকাশ উজাড় করে বৃষ্টি হয়ে ঝরি ,

তাও তোমরা বলতে থাক বৃষ্টি এল নাকি?

বৈশাখেতে দারুণ তাপে জ্বলতে আমি থাকি

সেই তাপেরই একটু স্পর্শে

আমটা পাকাতে থাকি ,

ফলের রাজা বল আবার রসনা তৃপ্ত কর ,

তাও যে কেন গরম বলে খালি চিল্লে মর?

দারুণ শীতে কাঁপতে কাঁপতে আগুন হয়ে জ্বলি ।

তাও তোমরা বলতে থাক শীতটা বেড়েছে নাকি?

বৃষ্টি চাই শীতের মাঝে উষ্ণতাও চাই

আমি শুধু রিক্ত হাতে সব বিলিয়ে যাই।

বোঝার চেষ্টা না করেই ,ভুলটা বুঝলে বেশী ,

তাই বলি কি আমায় বুঝি পাগলী বলে নাকি?

 

 

এ--ত রাগ!!!

******************

রাগ করতে জানিনা আমি, রাগ যে ঠিক কি!!

কে কে রাগ করতে জান? শিখিয়ে দেবে কি?

রাগ হলে ঠিক কি করে, বদ্ধ ঘরে বসে

ঝড়ের মত ফুঁসতে হয়,গালেতে হাত রেখে !!

কি করে যে কথা না বলে থাকতে পারা যায়!!

উরিবাবা!! মৌন ব্রত, বড্ড লাগে ভয়!!

রাগারাগি করিনা আমি, অভিমান করি

তাই তো রাগ করলে কেউ, আমি দেখে হাসি,

এ--ত রাগ,মোটেই কিন্তু, ভালো জিনিস নয়

রাগ হলে তাই জলে ডুবে থাকলে ভালো হয় ৷

(12/11/16)

**********************************************

অবিচ্ছেদ্য সম্পর্ক

********************

আজকে আমার মন ভালো নেই

কেন ভালো নেই?

সেটা ভাবতে গিয়েই মনটা খারাপ হল সেই।

দিব্যি আছি , খাচ্ছি দাচ্ছি ,হাসছি মজার ছলে

তবু যেন মনটা বলে, হাসছ কোন আক্কেলে?

মনের যখন মনটা খারাপ ,হাসছ তখন তুমি?

এ তোমার কেমন যেন পাগলের পাগলামি।

মনের কোনো চিকিৎসকের কাছে গিয়ে বল

তোমার মনটা বড্ড খারাপ, কিসে হয় ভাল?

আমি বলি পাগল নাকি?তাতে কি আর হবে?

তার চেয়ে চল আমার সাথে ছুটতে যেতে হবে।

ছুটবে তুমি ,ছুটব আমি ,দুজনে একসাথে

মন জেতে না ,মনের মালিক

সেটাই দেখতে হবে।

আমি যদি এগিয়ে যাই ,তুমি কি থাকবে পড়ে?

তুমি আরো এগিয়ে গেলে ,আমি কি দূর সরে?

দেখব চলো অবিচ্ছেদ্য সম্পর্কের খেলা

মনের সঙ্গে মনের মালিক

চাবির সঙ্গে তালা।

 

 

তিন প্রেমিকের বুকে

*************************

মোহ সব ত্যাগ করলেই মুক্তির সন্ধান

সম্পূর্ণ এক আকাশ জুড়ে আমার অভিযান ৷

ওড়া বাকি অনেকটা-- সামুদ্রিক পথ

নোনা হাওয়ার ঝাপটা আর রৌদ্রে ভেজা মন ৷

আজ ভীষণ ইচ্ছে আমার আকাশ পথে ভেসে

স্পর্শ করব সমুদ্রকে আঁকড়ে বুকের কাছে ৷

আকাশ আর সমুদ্র আর আমার পৃথিবী

ত্রিকোণ প্রেমে ভাসব আজ... মধ্যে শুধু আমি ৷

তারার আলো আকাশ জুড়ে

একফালি চাঁদ বুকে ,

তাই তো আকাশ তোকে আমার এ-ত ভালোলাগে ৷

সমুদ্র তুই বড্ড ভালো... দারুণ তাপে দহন

শীতল স্পর্শে জড়িয়ে ধরিস... তৃপ্ত করে মন,

পৃথিবী তু'ই কেমন যেন পাল্টে গেছিস রে....

তোর বুকে থেকেও তোকে খুঁজতে যেতে হবে ?

(14/11/16)

*********************************************

দিন সমাপন

**************

নীল আকাশে লালচে আভা অস্ত যাওয়া দিন,

সন্ধ্যাতারা জ্বাললো আলো রাত্রি নামা দিন।

বাড়ি ফেরার অপেক্ষাতে অপেক্ষমান দিন,

মনের মধ্যে হু হু করা শীতল হওয়া দিন।

আকাশ জুড়ে সন্ধ্যাপ্রদীপ কিসের আশিস চায়!

মনটা কেন গুমরে ওঠে দারুন ব্যথায়?

বাড়ি ফেরার পথটা কেন পথের পানে চায়!

কৌতুহলী চোখটা যেন কিসের অপেক্ষায়?

নিত্যদিনের সঙ্গী জীবন, নিত্যদিনের মন

নিত্যদিনের আবর্তে, আবর্তমান ক্ষণ।

ঘূর্ণাবতের ঘূর্ণিপাকে ক্লান্ত যখন দিন,

অন্ধকারটা ঘনিয়ে আসা রাত্রি নামা দিন।

(১৯/১/১৬)

 

বহতা জীবন

******************

দিনের পরে রাত যে আসে রাতের পরে দিন

দুয়ের কাছেই রইল আমার অবিচ্ছেদ্য ঋণ।

দিনগুলোকে যাপন করি কর্ম দিয়ে ভরি

রাতগুলোকে ঘুমের ঘোরে স্বপ্ন দিয়ে মুড়ি।

দিনগুলো সব আলোর প্রকাশ নানা রকম আলো

সকাল বেলার স্নিগ্ধ আলো দুপুর বেলার দাহ।

রুদ্র সূর্য আবার যখন অস্তাচলের পথে ,

লাল আবীরে ভরিয়ে আকাশ স্নিগ্ধ আলোয় মাতে।

সন্ধ্যা নামে সাঁঝ আকাশে ,একটি দুটি তারা

মনটা যেন বাড়ি ফেরার পথেই দিশাহারা।

ডাকছে একটা শান্ত আবাস ,গৃহ কাতর রোদ

মনের মধ্যে উতল হাওয়া মারছে যে ঝাপট।

কত কিছু দিনের বুকে জন্ম মৃত্যু শোক

রাতের বেলাও জন্ম আসে ,আসে মৃত্যু ভোগ ।

ঘটতে থাকে ঘটমান যা--বহতা যেন জল

দিন ও রাতের মিলন জুড়েই জীবনের কাব্যবোধ।

**********************************************

উদ্দেশ্য বিহীন যাত্রা

********************

কেন যেন কিছুর কোনো উদ্দেশ্যই নেই

উদ্দেশ্য হীন মানুষ আমরা ছুটেই যাচ্ছি তাই।

ছুটছি দিনে, ছুটছি রাতে,ছুটছি জীবন জুড়ে ,

ছুটতে ছুটতে কখন যেন ,আপনি পড়ছি ঝরে।

কেন হল মানুষ জন্ম? কেন আসে শোক ?

কেন আসে জীবন জুড়ে হাজার দুর্ভোগ ?

জন্ম যখন হলই তখন বিনাশ কেন হয়?

কেন অবিনশ্বর হয়ে মানুষ যে না রয়?

কিসের জন্য জীবিকা , আর জীবন ধারণ কেন?

কিসের জন্য শিক্ষাদীক্ষা ,বুদ্ধি বিকাশ হল?

কি যে হয় এসব দিয়ে কিছুই বুঝি না ,

চোখটা যখন অন্ধ করে , কানে লাগাই তালা।

মানুষ যদি দিনটা কাটাই স্বার্থপরই হয়ে ,

তবে আর মানুষ জন্মে ,লাভটা কিসে হবে?

 

বাসি হওয়ার পথে

******************

আজকে যে ফুল গন্ধ ছড়ায় ,কালকে সে হয় বাসি

আজকে যে পদ তৃপ্তি করে খেতে ভালোবাসি ,

তারও যে হয় বাসি হয়ে আস্তা-কুড়ে ঠাঁই ,

যে দেহটা এত মায়া মমতায় ছুঁই ,

ধারণ করি অহঙ্কারে ,রুপের দম্ভ ভরে ,

ধারণ কর শিক্ষাদীক্ষা জ্ঞানের গরিমারে ,

সে দেহটাও বাসি যে হয় রাত পোহালে পরে ,

দেহের থেকে প্রাণ পাখিটা মুক্ত হয়ে চলে।

কিসের দম্ভ ?কিসের গর্ব? কিসের অহঙ্কার?

যার থাকে এক শরীর নামের নির্জীব আধার।

দিনের বুকের সকল কিছু বাসি হওয়ার পথে ,

আনন্দ আর শোকও যেন বাসি হতে থাকে।

**********************************************

কবিতা যখন খানা

*********************

আজকে যখন ভাবতে থাকি কি রান্না করি ,

মনে হল কবিতা দিয়ে বানাই যে তরকারী।

একটু খানি আবেগ দিই ,একটু খানি ভাষা ,

একটু খানি ছন্দ পরলেই হয়ে যাবে খাসা।

কিন্তু যখন রান্না হল দেখি কিছু কম

ঝালটা যেন বড্ড বেশী ,নুনটা একটু কম

রান্না যেন হল না ঠিক ,রইল কিছু বাকি

রইল যেন আরো কিছু মশলা দেয়া বাকি ,

দেখতে বসি রেসিপি বুক ফেস বুক টা খুলে ,

কোন কবি কোন কবিতাটা রেসিপিতে দিল ঢেল

কারটা নিই কারটা ছাড়ি বুঝতে পারি না

তাইতো আবার ভাবতে বসে

দাঁড়াবে কি রান্না খানা?

নতুন কবি রাধুনী যে রান্না জানি না ,

তাই তো মাঝে মাঝে বানাই কবিতার মত খানা।

খাবে কি তোমরা ?

পরিবেশিত কবিতার তরকারী ,

না হোক ভালো, আবেগ ঢালতে কম তো করিনি।

 

উল্টো পুরাণ

*****************

কোনো একদিন সকাল বেলা উঠে যদি দেখি ,

আকাশের মধ্যে বিছানা পেতে ঘুমিয়ে আমি আছি ,

মাটি আমার , কালও যাতে ছিল আমার ঘর ,

আজকে সে আকাশ হয়ে ঝুলছে মাথার পর গাছগুলো সব ঝুলে আছে ,ফল পড়ছে ঝরে ,

ফুল গুলো সব আপনা আপনি-বৃষ্টি হয়ে ঝরে।

গাছগুলো সব যেমন ছিল ,এখনো তেমন ভাবে ,

শাখাপ্রশাখা মেলছে তেমন আকাশ মুখো করে।

নদীগুলো সব আকাশ গঙ্গা ,রাস্তা ছায়াপথ ,

বাড়িগুলো সব তারার মত ঝুলছে মাথার পর

সেখানে শুধু আমরাই নেই ,আমরা বিতাড়িত

অভিশপ্ত মানুষ আমরা--অধিকার বঞ্চিত।

কি খাব আজ? সূর্যের আলো ?

সূর্য গায়েতে মেখে?

না কি করব চন্দ্রভোজন

চাঁদের বুকেতে বসে?

তারাগুলোকেও ধরে ধরে খেয়ে ফেলতে পারি

কিছুই না পেলে পরে ,মেঘকে গিলতে পারি।

মানুষ আমরা ,আমাদের দ্বারা ,সবই তো সম্ভব

পৃথিবীটাকে ধ্বংস করে ,ধরব আকাশ পথ।

**********************************************

ভালো লাগেনা

*******************

আজকাল কিছু যেন ভালোলাগেনা

মন জুড়ে ভালোলাগা বাসা বাঁধে না!

আজকাল কিছুতেই মন বসে না

মন যেন মনটাকে বেঁধে রাখে না!

কিছু এলোমেলো হাওয়া,উড়ো এক মেঘ

প্রতিপদে চাঁদ যেন নিয়ে আক্ষেপ

ভাবে যেন পূর্ণতা স্থায়ী থাকেনা!

আজকাল কিছু যেন ভালোলাগেনা!!

( 17/10/16)

 

দধীচির অস্থিতে নারী

************************

দধিচি মুনীর অস্থি কিছু অবশিষ্ট আছে?

যে অস্থি দিয়ে ,নারী তৈরী আবার হবে?

লক্ষ হোক ,কোটি হোক--ক্ষতি তাতে নেই ,

দধিচিরই অস্থি দিয়ে তৈরী নারী চাই ৷

দিখণ্ডিত আকাশ হও--অস্থি খোঁজো বুকে ,

অস্থি খোঁজো মেঘেরগুলোকে উল্টে পাল্টে দিয়ে।

অস্থি তোমায় পেতেই হবে--প্রদান কর তাকে , দধিচিরই অস্থি দিয়ে তৈরী নারী হবে।

অনেক যুগ যত্ন করে ধারণ করেছ বুকে ,

এখন সময় ফিরিয়ে দেবার--অস্থি বুকেতে ধরে।

নির্মলনীল আকাশ তুমি পরেনা তোমাতে দাগ ,

অস্থি তবে তোমার আর কিসেতে দরকার?

নারীর জীবন অন্ধকারেই যাচ্ছে দেখ যে চলে ,

ধর্ষকদের নোংরা আঁচড় ,ক্ষতের প্রলেপে ভরে।

ফুলের মত নারী যখন ঝরতে থাকে রোজ ,

সমাজ ভাবে ,আইনও ভাবে ফুলেরই সব দোষ।

নারী হয়ে জন্মেছে ,ফুলের মত নারী ,

চাঁদের মত রুপটা নিয়ে রাহুর কোপেতে পরি।

আইনের আর কি যায় আসে ,সমাজও যায় চলে ,

শুধু গ্রহণ নেমে আসে--নারীর জীবন জুড়ে।

তাইতো দধিচির অস্থি দিয়ে ,তৈরী হওয়া নারী

জ্বালিয়ে দেবে ,পুড়িয়ে দেবে ,

সকল ধর্ষণকারী।

**********************************************

মায়া ও ছায়া

****************

ছায়ার সঙ্গে পথটা হাঁটব,

মায়ার সাথে নয়...

মায়া গুলো বড্ড বেশী যন্ত্রণাই দেয় ৷

ছায়া থাকে, ছায়াই হয়ে,

মায়ায় পড়ে না......

তাইতো মায়ার বাঁধন ছিড়ব,

মায়ার ছায়ায় না ৷৷

( 17/10/16)

 

নারী

*********

নারী তুমি হাসতে থাকো,সকাল সন্ধ্যে রোজ ,

নারী তোমার মুখে ঝরুক রৌদ্রমাখা ভোর।

নারী তুমি চাঁদের রুপেতে সূর্য বুকেতে নিয়ে ,

জ্বালিয়ে দিও অন্যায় যা--তোমার ওপর ঝরে

নারী তুমি প্রসব বেদনা ধারণ কর বুকে ,

তবু তোমার মুখের থেকে মমতা ঝরে পড়ে।

সে বেদনা জানলো না তো পুরুষ কোনো দিন ,

পুরুষ জন্মেও নারীর জীবন যন্ত্রণায় লীন।

তারাই জ্বালায় ,তারাই পোড়ায় ,অত্যাচারও হানে

সংস্কারের ফাঁদে ফাঁদে তোমায় তারা বাঁধে।

সকল দেশ আর সকল সমাজ ,

পুরুষ সকল এক....

নিয়ম কানুন বাঁধা নিষেধ প্রতিশোধের রেষ।

জানলো না তো গায়ের জোরটা কিছুই যে আর নয় পশুরও থাকে গায়ের জোর তবুও পশুই রয়।

নারী তুমি মনের জোরেই জয় করতে পার ,

আকাশ বাতাস সাগর নদী--যা কিছু আছে আরো।

শুধু একটু মনটা খুলে --বাঁচতে তুমি শেখ ,

শুধু একটু বাঁচার জন্য--নিজেকে ভালোবাসো।

তবেই তুমি প্রদান করবে নতুন পৃথিবী ,

যে পৃথিবীর কল্পনাও পুরুষ করে নি।

**********************************************

ভালো লাগেনা

******************

আজকাল কিছু যেন ভালোলাগেনা

মন জুড়ে ভালোলাগা বাসা বাঁধে না ৷

আজকাল কিছুতেই মন বসে না

মন যেন মনটাকে বেঁধে রাখে না!

কিছু এলোমেলো হাওয়া,উড়ো এক মেঘ

প্রতিপদে চাঁদ যেন নিয়ে আক্ষেপ

ভাবে যেন পূর্ণতা স্থায়ী থাকেনা!

আজকাল কিছু যেন ভালোলাগেনা!!

(17/10/16)

 

জীবন নদীর বাঁকে বাঁকে

***************************

মানবজমিন থেকে যাপিত জীবন

পার্থিব যা তাতেই ভোলাই মন,

জীবন নামক নদীর কূলে কূলে

মিথ্যে ঘুরি আশায় আশায় ভুলে ৷

ফাঁকির ঘরে জমতে থাকে যা

তাতেই শুধু মিথ্যে প্ররোচনা ৷

তবু জীবন বইতে বইতে যায়

জীবন নদী সমুদ্রে হারায়,

পড়ে থাকে মোহনার বাঁকে

স্মৃতির পলি জমতে থাকে সুখে ৷

জমুক তারা.. যাব তো একা একাই

স্মৃতিও যাবেনা ,কিছুই যাবেনা তাই,

কি লাভ আর মিথ্যে প্রবোধ দিয়ে!!

মনের ঘরে খেলাঘর সাজিয়ে ৷

তবুও জীবনে আশার উৎসবে

সকাল আসুক,নামুক সন্ধ্যা ধীরে ৷

( 18/11/16)

*********************************************

সময় যখন নিয়তি

*****************

এক অপেক্ষার প্রান্ত থেকে আরেক অপেক্ষার উৎসে

পৌঁছে গিয়ে দেখি সময় পেরিয়েছে অজান্তে,

সময় আমার হাতে নয়,আমিও সময়ের,

তবু সময় অবিচ্ছেদ্য আমার চলার পথে ৷

রাখতে পারিনা ধরে আর

দিতে পারিনা ছেড়ে,

সময় যেন নিয়তির রূপটা ধরে ফেরে ৷

মৌসুমী

18/11/16

 

আধুনিকতার অন্ধকারে

*************************

সমাজ যত এগিয়ে চলে আধুনিকতার পথে

মানুষ তত তলিয়ে থাকে অন্ধকারের স্রোতে,

মুখোশের আড়ালে মুখ,

নাকি মুখের আড়ালে মুখোশ ?

মানুষই তো,নাকি কোনো হিংস্র শ্বাপদ কূল ?

নির্মমতা,নিষ্ঠুরতা কিছুই বাকি নেই

পদে পদে জানান দেয়, মানুষ আমরা নই,

মানুষ নামের অবয়বে করেও তবু বাস,

মানুষ হতে পারলাম না... এটাই সর্বনাশ ৷৷

(15/10/16)

**********************************************

সূর্যতপা আমি

***************

সূর্যাভিমুখে অবনতা আমি, সূর্যতপা নাম

চন্দ্র নই,চন্দ্রমুখীও.. সূর্য সাক্ষী থাক ৷

নারীর রূপে চন্দ্র দেখ.. সে তো এক পুরুষ

চন্দ্র কি করে নারী হল... ভাবনা থেকে দূর!

নাকি তার কলঙ্ক নারীর ভাগে দিয়ে

পুরুষই পারে চন্দ্রকেও নারীই বানাতে ?

( 13/10/16)

 

মন নিয়ে

***********--

একটা সম্পূর্ণ মন চাই যাতে,

সাতসমুদ্র জলের আধার ছোটো ,

একটা সম্পূর্ণ মন যাতে

রৌদ্র হাওয়া খেলে অবিরত,

এমন একটা মন যাতে

সম্পূর্ণ এক আকাশ নিয়েও চায়,

আরো বিপুল বিশাল ,বিশালতায়।

চাই যে আরো অনেক কিছু আজ,

ডিঙিয়ে যেতে মনের বন্ধ দ্বার,

ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপি ব্যাপ্তিতে,

উদযাপিত জীবনের সঙ্গীতে,

অনুভবের অনুভূতি ধারণ করে,

সাজিয়ে যাব মনের ঘরে নিশ্চুপে।

ঘুরুক আরো, ছড়িয়ে দিয়ে মন আমার ,

ঘরের মাঝেই বিশ্বভ্রমণ সাঙ্গ আজ।

**********************************************

তৃষ্ণা বুকে

***************

একটু খানি তৃষ্ণা নিয়ে বুকে

বসে আছি,আমি কেমন সুখে

তৃষ্ণাগুলো আজলা ভরে দেখি

সত্যিই তারা আমার ছিল নাকি!!

ভালোবাসি তোকে জলের মতন

দারুণ দহন তৃষ্ণা কিন্তু ভীষণ,

যে জল তৃষ্ণা মিটিয়ে দিয়ে যায়

সেই তো আবার ভাসিয়ে নিতে চায় ৷৷

(17/11/16)

 

অসহায়তার অন্ধকারে

********************

চাঁদ তুই আর আসিস না পৃথিবীর কাছে

অসহায়তার অত্যাচারে দহন যেন লাগে ৷

জ্যোৎস্না দিয়ে কি আর হবে!!

চাইনা তোকে আর,

অমাবস্যার অন্ধকারই ভরিয়ে তুই রাখ ৷

সাঁওতালদের চাঁদ এক ছিল,

যখন ছিল দিন,

এখন চাঁদও ঝলসে গেছে

পূর্ণিমা মলিন

চাঁদ দেখে হাসে কেউ,

জ্যোৎস্না মেখে গায়ে

কেউ বা চাঁদের আলোর নীচে

অসহায়তায় ভাসে

আচ্ছাদন মাথার ওপর, চাঁদ কি অপরূপ!!

খোলা আকাশের নীচে যে জীবন

অন্ধকারেই সুখ ৷

( 15/11/16)

**********************************************

যন্ত্রণা শুধু যন্ত্রণা

*****************

জীবন যখন যাপিত হয় পথের বুকে বুকে

ঘর পোড়ে, জীবন পোড়ে,

স্বপ্ন ও মন......

লজ্জা নিবারণের জন্য নেই কো কোন ঠাঁই,

চাঁদের আলোয় তখন আমি সত্যি লজ্জা পাই,

ঢাকব কোথায় এ পোড়া মুখ!!

দেখাতে চাই না আর,

অমাবস্যায় রাখ ঢেকে তুই,

চাঁদ তুই আমার ৷

( 16/11/16)

 

সমন্বয়ের অসাম্প্রদায়িক পৃথিবী

******************************

বাস করি এক পৃথিবীতে স্বপ্নে দেখি আরেক

সমন্বয়ের অসাম্প্রদায়িক পৃথিবী যেন ঘোরে ৷

ভাবতে থাকি মনে মনে সংগঠন গড়ি ,

সমন্বয়ে সমন্বয়ে যুক্ত সকল করি ।

কিন্তু কিসে সমন্বয়? ভাষা? নাকি দেশ?

কিন্তু তাতে অনেক বাঁধা ,বিভেদও অনেক।

তার চেয়ে বরং ধর্মকে নিই ,সেটাই অনেক ভালো ,

ধর্ম মানে ধারণ করা--ধরণ না হোক কোনো।

আজকে যখন ধর্ম বিভেদ সকল বিশ্ব জুড়ে ,

ধর্ম দিয়েই ধর্ম গড়ি মনের মত করে।

বিষে বিষের বিষক্ষয় ধর্ম দিয়েই ধর্ম জয় ,

মানুষ যেন মানুষই রয় থাকুক না প্রভেদ।

কিন্তু যেন দূরেই থাকে সকল ভেদাভেদ।

যুক্ত হোক মানবতা--মানব ধর্ম জুড়ে

আপন আপন ধর্মকে অন্তরেতে ধরে।

**********************************************

কী লাভ?

************

একটাই তো জীবন, কী লাভ?

যুদ্ধ করে দাঙ্গা করে অযথা রক্তপাত।

হিংসা দ্বেষ বিদ্বেষেতে বাড়ায় মনের ক্ষোভ

রিক্ত করে নিঃস্ব করে সকল বিবেক বোধ,

জেগে জেগে ঘুমিয়ে থেকে মনের দীনতা

বাড়িয়ে তোলে ছাড়িয়ে তোলে সকল হীনতা

ধ্বংস যখন প্রকৃতিতে,ধ্বংস যখন প্রাণ

ধ্বংস হয়ে বিপর্যয় ওড়ায় নিশান,

সেই ধ্বংসে প্রাণটা না হোক সঙ্গ দিতে মন

চিরদিনেই থাকে যেন দৃঢ় সচেতন।

মুক্ত হয়ে মুক্ত প্রানে মুক্ত মানুষ নয়

যুক্ত হয়েই মুক্ত প্রাণটা মুক্ত যেন রয়।

 

অবিচ্ছেদ্য সম্পর্ক

*******************

আজকে আমার মন ভালো নেই

কেন ভালো নেই?

সেটা ভাবতে গিয়েই মনটা খারাপ হল সেই।

দিব্যি আছি , খাচ্ছি দাচ্ছি ,হাসছি মজার ছলে

তবু যেন মনটা বলে--হাসছ কোন আক্কেলে?

মনের যখন মনটা খারাপ ,হাসছ তখন তুমি?

এ তোমার কেমন যেন পাগলের পাগলামি।

মনের কোনো চিকিৎসকের কাছে গিয়ে বল

তোমার মনটা বড্ড খারাপ, কিসে হয় ভাল?

আমি বলি পাগল নাকি? তাতে কি আর হবে?

তার চেয়ে চল আমার সাথে ছুটতে যেতে হবে।

ছুটবে তুমি ,ছুটব আমি ,দুজনে একসাথে

মন জেতে না ,মনের মালিক--সেটাই দেখতে হবে।

আমি যদি এগিয়ে যাই ,তুমি কি থাকবে পড়ে?

তুমি আরো এগিয়ে গেলে ,আমি কি দূরে সরে?

দেখব চলো অবিচ্ছেদ্য সম্পর্কের খেলা

মনের সংঙ্গে মনের মালিক

চাবির সংঙ্গে তালা।

*********************************************

কঠোর কঠিন

*********************

মাঝে মাঝে মনে হয় পালটে যাওয়াই ঠিক ,

পরিবর্তিত পরিবেশে মনটা যে বেঠিক।

আজ যে আপন কাল সে তোমার হয়ে যায় পর ,

আপন ভেবে কাছে টান আসলে সে পর।

নরম মাটির মনটা নিয়ে করবে তুমি কি?

তার চেয়ে বরং সেই মনকে পুড়িয়ে কর খাঁটি।

আঁচড় আঘাত মোচড় আর লাগবে না তো মোটে

সেই মনকে নিয়ে তবেই তুমি শান্তি পাবে।

আঘাত বিপাক দুর্বিপাক

আসুক বাঁধা ,আসুক বিপাক ,

উঠুক ঝড় উঠুক তুফান,

কি এসে যায় তাতে?

পোড়ানো তোমার মনটা নিয়ে

তবেই শান্তি পাবে।

 

সুখের খোঁজে

*************

মাঝে মাঝে বুকের মধ্যে জমতে থাকা ক্ষোভ

তৈরী করতে চায় এক প্রকাণ্ড বিক্ষোভ ,

অসন্তোষের আগুন যখন জ্বলতে থাকে মনে ,

দাবানলে জ্বালিয়ে দেব সমাজ আস্ফালনে।

কিসের সমাজ,যেখানে ঘোরে রক্তচোষার দল ,

মুখোশ পরে ধর্মের মনে অধর্মের কল

আধুনিকতায় পরিপাটি মনটা বদ্ধকূপ ,

সামনে গেলেই পাকের গন্ধে গুলিয়ে ওঠে বুক।

সহজ জীবন সরল মন আর সত্য জীবন বোধ

এদের দিয়ে সমাজ গড়ার স্বপ্ন যেন সুখ।

সত্য জীবন সুস্থ জীবন মুক্ত জীবন বোধ

শান্তি হয়ে আসে যেন,মনেতে নিয়ে সুখ।

*********************************************

শান্তির আবাহন

********************

সুখ চাই না সুখ চাই না শান্তি আমি চাই

তাইতো সারা জীবন ধরে শান্তির গান গাই।

সুখ যে হল উষ্ণ পশম মূল্য অনেক বেশী

শান্তি আমার নকশী কাঁথা মায়ের স্নেহ মিশী ৷

আঘাত বিপাক দুর্বিপাকে শ্রান্ত আমার মন,

নকশী কাঁথা গায়ে দেবার করে আয়োজন।

জীবন দাহে জীবন জ্বালায়

স্নেহের স্পর্শে ভরা

শান্তি আমার নকশী কাঁথা ,

মায়ের স্নেহে মোড়া ৷

স্নিগ্ধ প্রলেপ শীতল স্পর্শ নরম অনুভূতি

সুখের চাইতে এদের মূল্য হাজার গুন বেশী।

তাইতো সুখ সুখের মত মনের বাইরে থেকো,

শান্তি তুমি স্নিগ্ধ হয়ে জীবন মাঝে এস।

 

কি সেই ভাষা?

*****************

এমন কোনো ভাষা জান ?

যে ভাষা শুধু মানুষের কথা বলে।

এমন কোনো ভাষা জান ?

যে ভাষা তোমাকে আমাকে সঙ্গে বাঁধে

এমন কোনো ভাষা যাতে দিনের উদঘাটন ,

এমন কোনো ভাষা যাতে রাতের সমাপন।

এমন কোনো ভাষা যাতে

বিশ্ব ব্যাপী ব্যাপ্তি নিয়ে মন,

এমন কোনো ভাষা যাতে,

মানুষের জন্য মানুষের উদযাপন।

**********************************************

বিভেদ কোথায়?

*******************

বাংলা তোমার মাতৃভাষা আমার ভাষাও তাই

তবুযে বিভেদ টানল কেন ,

আমাদেরই জ্ঞাতি ভাই ?

তোমার পছন্দ পদ্মা তো গঙ্গা আমার মা ,

গঙ্গা পদ্মা দুয়ের মধ্যে কোথায় বিভেদতা?

তাঁত জামদানি তসর টাঙ্গাইল ধনেখালি বালুচরী

মসলিনেতেও সুন্দর লাগে আমাদের বঙ্গ নারী।

দূর্গাপুজো ঈদের সকাল সুভেচ্ছা বিনিময় ,

ধুতি পাঞ্জাবি পড়ে আমার ভাইয়েরা এক হয়।

বিভেদ যত আইনে তত মনের মধ্যে নেই ,

সেই আইনকে তুড়ি মেরে গুড়িয়ে দিলেই হয়।

পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় রাঙা ভাষার মাস ,

শহীদ ভাইদের রক্তে রাঙা একটি পুরো মাস।

বলব বাংলা লিখব বাংলা স্বপ্ন বাংলায় ,

কাঁটাতারের এপারে জানাই বাংলা ভাষার জয়।

 

অনুভূতি

************

প্রকৃতি দিয়েছে যে অধিকার মানুষই নিয়েছে কেড়ে

বাংলাদেশের থেকে পাঠাল ভারত মায়ের কোলে,

কিন্তু সব কী কেড়ে নেয়া যায়,মা মাটি ও আকাশ,?

আমার মনে যে ভারত বাংলা মিলেমিশে একাকার।

সে মনকে টুকরো করতে পারে এমন সাধ্য কার?

ভারত মায়ের মাটিতে মেশে,বাংলার নীলাকাশ।

নীল জলরািশ দুদেশের চরণ স্পর্শ করে যে রোজ,

জানায় তোমরা মিলেমিশে থাক

কেউ নয় কারো পর।

*********************************************

খেয়াল

*************

আজ সকালে উঠেই দেখি টুকরো টুকরো মেঘে

না লেখা আমার কবিতা গুলো আপনিই উড়ে চলে ধরব বলে যেই না আমি বাড়িয়ে দিলাম হাত,

বলল আমায় আজ যে ছুটি,মুক্তি চাই যে আজ। চলব ভেসে মেঘের ভেলায় যেখানে মন চায়,

আকাশ বাতাস সাগর নদী তেপান্তরের মাঠ।

যেখানে আছে শুষ্ক জীবন রিক্ত অসহায়,

ঝরব আমি বৃষ্টি হয়ে অঝর ধারায়,

ঝরব আমি কান্না হয়ে রূদ্ধ মনের দ্বার,

গুমরে ওঠা মনটা যেন মেঘের পাহাড়।

বৃষ্টিভেজা সিক্ত মাটি জীবন স্পর্শ চায়

কবিতা মনের অঙ্কুর হয়ে অঙ্কুরিত তায়।

(২১/১/১৬)

 

নিশ্চিন্ত আশ্রয়

**************

কোনো একদিন একটি গাছের নীচে গিয়ে ,

দাঁড়িয়েছিলাম আপন মনে বৃষ্টিস্নাত দিনে।

মনে ছিল অস্থিরতা ভিজে যদি যাই ,

মেয়ে হয়ে এতটা পথ কিভাবে সাতরাই?

তাইতো মনের প্রত্যাশাতে পেলাম একটা গাছ ,

দারুণ এক ঝড়ের দিনে বৃষ্টিস্নাত গাছ।

গেলাম আমি পায়ে পায়ে সেই গাছেরই কাছে ,

বললাম একটু আশ্রয় দেবে আমায় ভালোবেসে?

ভিজতে আমি চাইনা মোটে ,বৃষ্টিবাদল দিনে

দেখনা আজ ছাতাটা আমি আনতে গেছি ভুলে।

বলল যেন হেসে আমায়--আশ্রয় চাও তুমি?

একটা দিনের জন্য কেন?

প্রতিদিনই আছি।

ঝড় বৃষ্টি শোক দুঃখ --জ্বালা ও যন্ত্রণা

সব ভুলিয়ে দেব তোমায় ,একটু এসো না।

দাঁড়াও এই গা টা ঘেঁষে, ছুঁয়ে একটু দেখ

কত শান্তি আমায় ছুঁয়ে ,আমায় ভালোবাস।

আঁচড় মোচড় আঘাত আমি দেব না তো মোটে ,

ক্ষত বিক্ষত করব না মনটা তোমার হেসে।

ফুলে ফুলে সাজিয়ে দেব--তোমার আকাঙ্খা ,

ফলের ভারে নুইয়ে দেব--তোমার প্রত্যাশা।

পাতাগুলো বিছিয়ে দেব ,তোমার চলার পথে ,

শাখা প্রশাখা বাড়িয়ে দেব ,তোমায় ভালোবেসে

আমার বুকে মাথা রেখে ,ঘুমিয়ে তুমি পড় ,

আমি তো আছি চিন্তা কি আর?

আমায় ভালোবাস।

তোমার জন্য সারাজীবন রইব আমি জেগে ,

ঠাণ্ডা হাওয়ার স্পর্শ দিয়ে শীতল করব হেসে।

স্নিগ্ধ সুবাস ভরিয়ে দেব ,তোমার চলার পথে ,

তোমার জন্য আমিই খালি ,থাকব শুধু জেগে।

যাও তুমি আজ বৃষ্টি শেষে ,

সিক্ত পথটা বেঁয়ে।

ফিরে এস আবার তুমি ,

আমায় ভালোবেসে।

 

 

একটি গাছের আর্তনাদ

************************

মাথার ওপর আকাশ তুলে দাঁড়িয়ে আছে গাছ

অথচ দেখ তার ভাগ্যেই ,কি যে পরিহাস,

বাঁচা মরা নির্ভর তার, মানুষেরই হাতে

মানুষেরই একটা কোপে কখন সে যে কাটে।

গাছের মধ্যে উজ্জীবিত গাছের সুপ্ত প্রাণ ,

অথচ তার শবদেহ ঘিরে মানুষেরই জয়গান।

আজ শুনেছি একটি গাছের শেষ আর্তনাদ ,

বলছে যেন ডেকে আমায়-----

বাঁ-চা-ও বাঁ-চা-ও আজ।

কাটছে ওরা কোপে কোপে , আমার সুপ্ত প্রাণ ,

বাঁচাও আজ আমায় , আমি করে যাব দান ।

দান করব যৌবন আর ফুল ফলের ডালি ,

দান করব মুক্ত বায়ু ,প্রাণের তৃষ্ণা ভরি।

দান করব বার্ধক্যও ,বিলিয়ে দিয়ে যাব ,

আমার যত ধন সম্পদ অস্তিত্বের সাজি।

দানই শুধু করে যাব কিছুই চাইব না ,

একটু শুধু ভালোবাসার ফুলটা ফোটাও না।

একটু আমায় বাঁচতে দাও একটু আমি বাঁচি ,

একটু আমার সজীবতায়--আজকে আমি সাজি।

তার বদলে সারা জীবন করে যাব দান

একটি গাছ একটি প্রাণ" এই হবে প্রতিদান।

*********************************************

একা

**********

পথের ধারে একটা গাছ দাঁড়িয়ে আছে একা

চাইলে পড়ে ডাল ভাঙ,ছিড়তে পার পাতা

ইচ্ছে হলে এক কোপেতে কেটেও ফেলতে পার

গাছ তবু ভালোবাসা বিলোয় অবিরত ৷

(18/11/16)

 

অজানা সাধনা

****************

নিয়ন্ত্রণহীন মনকে যখন নিয়ন্ত্রণে আনি ,

সেটাই যে এক তপস্যা তাইতো কেউ না জানি।

মনতো চাইবে যা খুশি তাই, তাই কি করতে হয়?

মনের খেলাতে মনের চলাতে,পথ কি চলতে হয়?

মনের খেয়াল মনের খুশী নিরুদ্দেশে যাই ,

তাই বলে কি পেছনে কোনো

পিছুটানটা নেই?

মনতো চায় সারাটা দিন বসে বসে ভাবি

তাই বলে কি ভাবনা দিয়ে ,

দিন কি চলে নাকি?

মনটা চায় চাঁদে যেতে মঙ্গলেতেও ছোটে ,

মনটা ছুটুক তাই বলে কি সত্যি ছুটতে আছে?

মনের মধ্যে লুকোচুরী পাপ পুণ্যের খেলা ,

পাপকে ছাটি পুণ্য রাখি--তপস্যারই দ্বারা

মনের মধ্যেই স্বর্গ নরক ধর্ম অধর্ম

কাকে বাঁছবে কাকে রাখবে সেটা তুমিই জান।

জানার জন্য চেষ্টা যা যা--যা যা তুমি কর ,

সবের মধ্যেই সাধনা আছে--আজকে সেটাই জান।

**********************************************

অমূল্যের খোঁজে

********************

সস্তা যা তা সস্তাই থাক মূল্য দিয়ো না

অমূল্য কে মূল্য দিতে পারলে শিখে নিও ৷

বৈচিত্রের ফুলগুলো সব বাগান ভরে পড়ে

বুনো নয়,পারিজাত পারলে বেছে নিও ৷

(21/11/16)

 

নতুন এক তপস্যা

*******************

শুরু করেছি তপস্যা এক সফলতা যেন পাই ,

মনটাকে তুলতে তুলতে আকাশ ছুঁতে চাই ।

নির্মল নীল আকাশ মনে সূর্য বুকেতে নিয়ে ,

লক্ষ তারার প্রদীপ জ্বালবো চাঁদকে সঙ্গে নিয়ে ।

ধারণ করব কালো মেঘকেও বুকেতে রাখব না ,

ঝরিয়ে দেব বৃষ্টি হয়ে কালোতেও সফলতা ।

নির্মল নীল আকাশ মনে রামধনু খেলা করে ,

সাতরঙ তার মিলিয়ে নিয়েও সাদাই যেন ঝরে।

শ্বেতপায়রা উড়বে যখন নীলাকাশসম মনে ,

দূত করে তাকে পাঠাব আবার ,

শান্তির বার্তা নিয়ে ।

**********************************************

কবিতার নিয়ন্ত্রণে মন

************************

জলের মত কবিতা আসে ,ঝরনা হয়ে ঝরে

ঝড়ের মত কবিতা এসে আঁধি হয়ে পড়ে।

কূল পাই না তাল পাই না লয় পাই না কোনো

আঁধির টানে ঝরনার গানে মত্ত হাওয়ার মত।

প্রকৃতি মনে কবিতার ঢেউ ,

সাগর জলে ডিঙি,

আমি খালি ভাসতে থাকি মনের কাছাকাছি

নিয়ন্ত্রণহীন নৌকা আমার ,

অসহায় এক মাঝি,

জানিনা আমি বুঝিনা আমি

কোথায় আমার কাছি?

কিভাবে পৌঁছোবো কূলের কাছে?

পৌঁছোনো কি যায়?

কিভাবে মনের নিয়নত্রণে ,

কবিতাকে আনা যায়?

 

বিক্ষিপ্ত চিন্তা

*************

ছুটছি আমরা ছুটছে সময় আমাদেরই পিছে

ধাবমান এক সময় যেন ধাওয়া করে আসে।

মনের মধ্যে শঙ্কা আর ভয়কে সঙ্গে নিয়ে ,

কিভাবে সেই সময় গুলো কাটবে কে তা জানে।

বর্তমানটা যাচ্ছে চলে ভালো খারাপ মিশে

কিন্তু ভবিষ্যতের বুকে কি যে লেখা আছে !!

হাঁটতে হবে ,চলতে হবে ভবিষ্যতের পথে

তবু কেন আজকে এত শঙ্কা এসে বাজে?

*********************************************

কি বড়?

*************

ধর্ম নয় জীবনই বড়

মানুষের একটাই মানব ধর্ম ৷

আমার ধর্ম তোমার ধর্ম

শুধু আমাদের মানব ধর্ম ৷

জীবনের জন্য জীবনই বড়

ধর্ম নয় সত্য বড় ৷

সত্য রক্ষায় শপথই বড়

শপথের চেয়ে কর্ম বড়।

**********************************************

কার্যের পেছনে কারণ থাকে, কারণের পেছনে কার্য

চেষ্টা করলে সব বোঝা যায়, কিছুই তো নয় শক্ত ৷

(21/11/16)

 

একটি চারার আত্মকথা

*************************

মাটি ফুড়ে বেরিয়েছি আমি এক চারা,

কচি ডালে দুটি পাতা আমি দিশাহারা।

মাটির গর্ভ থেকে উঠে এসে তাই ,

আজ আমি পৃথিবকে প্রণাম জানাই।

মাটির গর্ভে ছিলাম নিশ্চিন্ত আশ্রয়

বেরিয়ে আমার তাই লাগে বড় ভয় ,

ভীরু মন ভীরু প্রাণ চারা অসহায়

নিশ্চিন্ত আশ্রয় কে জড়াতে যে চায়।

ধীরে ধীরে চারা আমি যত আমি বাড়ি,

ততই আকড়ে ধরি বহু চেনা জমি ,

আলোর সন্ধানে যত উৎসতে যাই

শিকড়ের টানে আমি পিছনেতে চাই।

শিকড় আমার সে যে কি ভীষণ টান

আমার অস্তিত্ব জুড়ে শুধু তার দান।

সে দান কখনো আমি ভুলতে না চাই ,

যতই আগেতে বারি পিছনেতে ধাই।

আগে টান পিছে টান দুই দিকে টান ,

দুই টানে, টানে যারা আমারই সে প্রাণ।

**********************************************

দান প্রতিদান

***************

আমায় যদি দিতে পার একটু খানি আকাশ

আমি তোমায় দিতে পারি মুক্ত মনের বাতাস।

আমায় যদি দিতে পার একটুকরো মেঘ

আমি তোমায় দিতে পারি ভরন্ত এক ক্ষেত।

আমায় যদি দিতে পার একটি পুরো দিন

তার বদলে ফেরত দেব স্বপ্নে ভরা দিন।

আমায় যদি দিতে পার একটি মাটির প্রদীপ

আকাশ জুড়ে জ্বালব আমি লক্ষ তারার প্রদীপ।

কি চাও তুমি? ভেবে আগে দেবার চেষ্টা কর,

মনের থেকে একটু দানে পূর্ণ হয়ে ওঠ।

যা দেবে তার অনেক বেশী পাবে তুমি ফিরে

তবু এত কৃপনতা ?তোমার আকাশ জুড়ে?

একের পর এক পাতা খোলো মুক্ত কর আকাশ

মুক্ত কর মেঘলা দিনে,মুক্ত মনের বাতাস।

দাও উড়িয়ে,দাও ছড়িয়ে বিশ্বভরা প্রাণে,

মনটা তোমার বিলিয়ে দিও এই পৃথিবীর টানে।

যদি কিছু পেতে চাও দিতে তোমায় হবে

কিছুই না দিয়ে শুধু চাওয়া কি আর যাবে?

 

স্বপ্নে রবি

***********

স্বপ্ন দিয়েই ঘর গড়ব স্বপ্ন দিয়েই বাড়ি

স্বপ্ন দিয়েই তৈরী আমার সাতমহলা বাড়ি।

হালকা মেঘের পর্দা দেব ঘাসের গালিচা ,

ধূনোর গন্ধে ভরিয়েদেব আমার ভালোবাসা।

মাটির প্রদীপ জ্বালিয়েদেব সন্ধ্যেবেলা রোজ

সকাল বেলা ফুলের গন্ধে ভাসিয়েদেব ভোর।

বেল চামেলির স্নিগ্ধ সুবাস ভাসবে যখন ঘরে

সেই ঘরেতে আমার রবি থাকবে আসন জুড়ে।

রবি আমার বড্ড ভালো শান্তশিষ্ট ছেলে

সারাটা দিন আপন মনে কবিতা লিখে চলে ,

মাঝে মাঝে সুরটা ধরে গেয়ে যখন ওঠে

আমার ঘরের মাঝে যেন শঙ্খ ধ্বনি বাজে।

শঙ্খ বাজে মনে আমার শঙ্খ বাজে প্রাণে ,

রবির সুরে রবির গানে হাজার শঙ্খ বাজে ,

কিন্তু যখন স্বপ্ন ভাঙে দেখি রবি নেই

রবি কোথায় হারিয়ে গেছে ভাবতে বসি তাই

রবি তুমি ফিরে ফিরে এস বারে বার ,

একট রবি হাজার হয়ে ঘোচাও অন্ধকার।

*********************************************

গ্রহণ কোরো দান

*******************

তৃণের মত দিয়েছিলাম হৃদয়খানা পেতে

আসন তোমার পেতেছিলাম বড্ড ভালোবেসে

শূণ্য করে সকল কিছু দিয়েছিলাম ভরে,

উপাসনা আরাধনায় রিক্ত নিঃস্ব করে,

চূর্ণ করে অহংকার রিক্ত হতে চাই,

সকল কিছুর উর্ধ্বে তোমায় নিত্য পূজি তাই ৷

তবু কেন সকল পূজা পৌঁছয় না পায়ে?

কেন তা স্পর্শ করে না তোমার অন্তরে?

কোন পূজোতে সন্তুষ্ট হয় ভগবান ?

জীবন প্রদীপ জ্বালিয়ে দিলাম,

গ্রহণ কোরো দান ৷

(২০/৮/১৬)

 

আলেয়া না আলো

*********************

সামান্য এক আঘাত করলে পরে

তারচেয়ে বড় আঘাত প্রত্যাঘাতে ফেরে ৷

ছাড়াতে গিয়েও ছাড়াতে চায়না

হারাতে গিয়েও হারিয়ে যায়না,

দূরে দূরে, তবু জুড়তে থাকে

মায়ার বাঁধন জুড়ে,

স্বপ্ন নয় তবু যেন স্বপ্নে এসে ডাকে ৷

কাছেতে ডাকি, দূরেতে থাকে

দূরেতে রাখি, কাছেকাছে ফেরে

আলো না আলেয়া বুঝতে পারিনা

স্বপ্ন না বাস্তব!!

দিবার বুকে দেব হয়ে আসে

রৌদ্রের উৎসব ৷

কখনো হাসি,কখনো কান্না,

মেঘ বৃষ্টি রোদ ৷

হারিয়ে ছাড়িয়ে, জড়িয়ে ভরিয়ে

জাগায় জীবন বোধ ৷

(23/11/16)

**********************************************

সত্যি কি হারিয়ে যায় ?

************************

কত মৃত্যু প্রতিদিনই পৃথিবী জুড়ে হয়

একটি তারার খসে পড়ায় কষ্ট কেন হয়?

কত স্বপ্ন ভাঙতে থাকে পৃথিবী জুড়ে রোজ

একটি স্বপ্ন ভাঙলে তাতে রক্ত ঝরে রোজ ৷

ভাঙা গড়া সম্পর্কে নতুন কিছু নয়

ভাঙাটাই তবু কেন টুকরো করে দেয় ?

জুড়তে লাগে অনেক সময় একটু একটু করে

ভালোবাসা, বিশ্বাস আর অঙ্গীকারে ভরে

অনুভব আর অনুভূতির উৎস হতে আলো

ছড়িয়ে পড়ে যখন তা,আত্মারই তো আলো ৷

এক নিমেষে যখন তাকে হত্যা করা হয়

হয়তো মানুষ বলেই এত সহ্য করতে হয় ৷

(19/8/16)

 

এক হারিয়ে যাওয়া পাখির গল্প

******************************

একটা পাখির ছিলো একটা ভীষণ প্রিয় গাছ,

দারুণ এক পৃথিবীতে বড্ড প্রিয় গাছ,

আসত সে প্রতিদিনই উড়ে উড়ে কাছে,

বসত সে ডালে এসে আঁকড়ে বুকের মাঝে ৷

নরম পালক,উষ্ণ আবেশ, দিত তাকে ভরে,

ঠুকড়ে দিত রেগে গিয়ে অভিমানে ভরে,

তবু জানত,গাছতো তারই,তারই থাকবে গাছ,

যতই হোক ঝগড়া,আড়ি,কিংবা হোক ভাব ৷

.............................

তারপর একদিন, সেদিন উঠলো এক ঝড়

সারা আকাশ কালো করে,ভীষণ এক ঝড়

গিয়েছিলো মনের ভুলে অনেক দূরে চলে,

পথ হারিয়ে ফেরে পাখি ফিরতে পারার আগে,

সারাটাদিন ঝড় বৃষ্টির বুকে ভিজে ভিজে,

বড্ড ছিলো শীতার্ত.... দারুণ এক ভয়ে,

কোথায় গেল গাছটা তার?

হারিয়ে গেল নাকি?

রাত নামল,অন্ধকার, বড্ড একা পাখি ৷

..............................

ঝড়ের শেষে বিধ্বস্ত ক্লান্ত দেহ নিয়ে

ফিরে আসে গাছের বুকে, শান্তির আশ্বাসে,

কিন্তু দেখে গাছের ডালে আরেক পাখি বসে,

বসল সে উড়ে গিয়ে অন্য আরেক ডালে,

আঁকড়ে ধরতে চাইলো গাছকে অভিমানে ভরে,

কিন্তু সেদিন গাছটা ছিলো নিরুত্তরে ভরে,

...............................

কিছু প্রহর অপেক্ষার, কিছু প্রহর ভাঙার,

কিছু প্রহর ছিলো যেন হারিয়ে কিছু যাওয়ার ৷

তারপরে সে উড়ে গেল, কোথায় গেল যে?

সত্যি বলছি, আজও তাকে ফিরেই পেলাম না যে ৷

(26/8/16)

অনাকাঙ্খিক শব্দ জুড়ে

***********************

কোনো অনাকাঙ্খিত শব্দ জুড়ে স্তব্ধতা

ভেসে বেড়ায়, নিকষ কালো অন্ধকারে ৷

শেষ উষ্ণতাটুকু মুছে যাওয়ার পরের শীতলতা

অতলে আকুল হতে হতে

জলোচ্ছ্বাসের প্রচণ্ড শব্দে

দুকূল ভাসিয়ে নিয়ে যায় ৷

কোথাও আঁধি নেই, তুফান নেই

তবু বাঁধ ভাঙে....

জলোচ্ছ্বাসের প্রচণ্ড শব্দে দুকূল ভেসে যায় ৷

ভাঙুক...........

বাঁধ রক্ষার দায়িত্ব কখনো একার হতে পারেনা ৷৷

(30/10/16)

**********************************************

স্বপ্ন নিয়ে আসুক

*****************

কিছু স্বপ্ন ছুটে আসছে, কিছু স্বপ্ন ধেয়ে

কিছু স্বপ্ন এখনো আছে আলোকবর্ষ দূরে ৷

কিছু স্বপ্ন ভেঙে যাচ্ছে, কিন্তু স্বপ্ন ক্ষয়ে,

কিছু স্বপ্ন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবে বলে ৷

............................

কিছু স্বপ্ন গড়ার পথে,কিছু স্বপ্ন গড়ে

কিছু স্বপ্ন আজকে রাতে আসছে ঘুমের পরে ৷

ভাঙবে,গড়বে, ছুটবে, ঝরবে

তবু যেন রোজ,

স্বপ্ন নিয়েই আসে কাছে,

স্বপ্নের এক ভোর ৷

(28/8/16)

 

ভুলে যাব সব

**************

ভুলে যাব সব

আমার ছিলো একটা রাস্তা

আকাশ মুখো পথ ৷

যে পথটা ছিলো শুধু আনমনে যাওয়ার,

যেখানে যেতে হিসেব নিকেশ ছিলো না কিছু জানার সকাল বেলা সূর্যাবীরে রাস্তা থাকত ভরে,

পাখির ডাক, ফুলের গন্ধ, স্নিগ্ধ ভোরের সুরে........ ফুল কুড়োতাম নিজের মনে আলতো চলার পথে,

দুপুর বেলা সেই পথটাই উদাস সুরে সুরে

মনটা যখন থাকত পড়ে পথের বুকের মাঝে,

যেতাম চলে আপন মনে সকল কিছু ভুলে ৷

তারা ভরা আকাশ মাঝে একটা ছিলো পথ

ঘুমের মধ্যে হারিয়ে যাওয়ার জীবন উৎসব ৷

কিন্তু যেদিন জানতে পারি, পথতো একার নয়,

পথই জানায়,পথতো সবার জন্য পড়ে রয় ৷

সেদিন থেকেই পথটা আমার গেলো হারিয়ে

তবু পথের স্মৃতিটুকু রেখে দিলাম বুকে ৷

(২২ /৮/১৫)

*********************************************

তবে তাই হোক

***************

একটা প্রদীপ জ্বালতে যদি আরেক প্রদীপ নেভে

নিভুক তবে, আলো তবু থাকুক তাতে ভরে ৷

একটা পাখি পথ হারিয়ে না ফিরলে পরে

আরেক পাখি ফিরে আসুক চিনে নিজের ঘরে ৷

একটা নদী হারিয়ে যাক,চোরা পথের বাঁকে

আরেক নদী মেশে যেন সঙ্গমেতে এসে ৷

কিছু সময় ফুরিয়ে আসে, কিছু হয়তো শুরু

তবু সে তো থমকে থাকে না

কালের পিছু পিছু

হাঁটতে থাকে, ছুটতে থাকে... সময় থামার নয়,

হারিয়ে যাওয়া সকল কিছু শোকের জন্য নয় ৷

হারিয়ে গেছে যা কিছু সব,হারিয়ে যেতে দাও

আরো অনেক কিছু আছে, আপন করে নাও ৷

(২১/৮/১৬)

 

না-মানুষের ধর্ম

***************

হিন্দু মরলে কেউ খুশি হয়,কেউ বা মুসলমান

মানুষ মরলে যে দুঃখী হয়,সেই শুধু "ইনসান"

মৃত্যু দেখ.. মানুষ মরছে, জীবন যাচ্ছে থেমে

থামিয়ে দেয়া হচ্ছে তাদের প্রাণটা কেড়ে নিয়ে,

ধর্ম কিন্তু অদৃশ্য, দেখা তাকে যায়না

রক্ত লুটোয়, লাল রক্ত,কিছুই কি যায় না!!

চারদিক জুড়ে পোড়া গন্ধ... জীবন, স্বপ্ন, ঘর

জ্বলে পুড়ে সব ছারখার হয়... ধর্মীয় উৎসব ৷

একেই বলে ধর্ম পালন? ধার্মিক বলে নাকি?

না-মানুষের কাহিনীও আজ

ইতিহাস লেখে নাকি!!!

(24/11/16)

**********************************************

জীবনের আশায় জীবন

************************

ধ্বংস স্তুপে জীবনের আশায় জীবন খোঁজে জীবন

জীবন যে কত মূল্যবান সেটাই দেখায় জীবন।

তার আগে আর কেই বা করে জীবনের এত খোঁজ

কত জীবন যে ঝরতেই থাকে--

ঝরবে বলেই রোজ।

খিদেতে শোকেতে রোগ আর অভাব

অত্যাচারে পড়ে,

জীবন যেন ঝরতেই থাকে

জীবন ঝরবে বলে।

কিন্তু যখন জীবন চাপা ধ্বংস স্তুপ জুড়ে

তখন কেন এত জীবনের হিসেব নিকেষ চলে?

কজন গেল কজন বাঁচল আহত কজন হল?

ক্ষতি পূরণের অঙ্ক কষা চলে যেন ঘন ঘন।

কেউ ভাবিনা মূল্যবান প্রতিটি জীবনই রোজ

হয়ত তা ধ্বংস স্তুপে কিংবা নিয়ে দুর্ভোগ।

একটা একটা জীবন যখন ঝরতে থাকে ঝরে ,

সেই জীবনের সমষ্টিই তো স্তুপেতে চাপা পড়ে।

 

প্রসব বেদনা নিয়ে এক রাত

**********************************************

প্রসব বেদনা নিয়ে অপেক্ষমান এক রাত

জন্মের প্রত্যাশায় এক সকাল ৷

বাসি হওয়ায় প্রতীক্ষায়

আজ জন্ম মৃত্যু শোক,

ঘুমের প্রত্যাশায় কিছু স্বপ্ন

বয়ে চলেছে, বয়ে চলেছে

ইতিহাস হবে বলে ৷

(14/9/16)

********************************************

সদ্যোজাত সকালে

* ***********************

রাতের নাড়ি ছিড়ে........

এক প্রস্ফুটিত সকাল পৃথিবীর বুকে,

পাখির ডাকে শঙ্খ ধ্বনি

ভোরের হাওয়ায় আশীর্বাদ,

প্রথম সূর্য রেণুর চুম্বন নিয়ে

আতুরের গন্ধের শিশির হয়ে

পরিচর্যায় তৈরী এক দিন....

আমরা ঘুরে চলেছি মহাশূন্যে

ভেসে চলেছি কালের যাত্রায়

আদি অনন্তকাল ৷

(15/9/16)

 

কিছু অনু জুড়ে জুড়ে

*******************************

সুখের ভাগ দিতে পারি,যন্ত্রণার নয়

যন্ত্রণা কিনতে অনেক মূল্য দিতে হয় ৷

এত মূল্যে পাওয়া জিনিস অমূল্য যা

সেটাই শুধু মনের ঘরে হয়ে থাক জমা ৷

( 18/11/16)

**********************************************

যন্ত্রণা আর কষ্টগুলো জমতে থাকে বুকে

মানুষ কেন সকল কিছু বহন করতে থাকে?

উন্নত জীব বহন করবে সকল দুঃখ ভার,

তবে আর মানুষ হওয়ার কি যে দরকার!!

(10/10/16)

*********************************************

জলের মত জীবন বয়ে চলে

নদীর মত স্রোত...

নাব্যতা, গভীরতা, আছে আরো বোধ ৷

( 13/10/16)

**********************************************

প্রতিদিনই আহত হই

নিহত হই রোজ...

মানুষ বলেই বাঁচতে পারি,

নিয়ে জীবন বোধ ৷৷

(13/10/16)

**********************************************

কাঁদতে কাঁদতে দুঃখ গুলো গলতে যদি থাকে,

কাঁদতে পার মনের সুখে, বারণ কিবা আছে,

কান্না একটি জন্মগত অধিকার জেনো,

কান্না শুধু আপন থাকে , হারায় না কখনো ৷৷

(12/10/16)

**********************************************

কান্না গুলো বড্ড বেশী জমছে যেন সুখে

তুমিও জান, আমিও জানি,

কান্না থাকে বুকে ৷৷

(12/10/16)

 

কিছু অনু জুড়ে জুড়ে

********************************************

রাতভর কাল শব্দবৃষ্টি.... চমকে উঠে দেখি

শব্দগুলো পৃথিবী জুড়ে, ছড়িয়ে আছে, একি!!

নানা ভাষার নানা শব্দ... বলছে যেন ডেকে

শব্দ চায় বিস্তার,

কোনো নিষেধ মানে না যে ৷৷

(10/10/16)

**********************************************

শব্দ ব্রক্ষ্মা, শব্দ বিষ্ণু, শব্দ মহেশ্বর

শব্দই সুন্দর ৷৷

শব্দ হোক সংযত এবং সুন্দর ৷

(10/10/16)

*********************************************

মুক্ত দিয়ে কি আর হবে ? মুক্ত থাকুক পরে,

তার চেয়ে আরো বেশী কিছু জমা মনের ঘরে,

পার্থিব সব চাওয়া পাওয়া তুচ্ছ যার কাছে,

সেই তো আমার মনের মাঝে মুক্ত হয়ে আছে ৷৷

(12/10/16)

**********************************************

কিছু জিনিস বাদ দিয়ে যদি ভালো থাকা যায়

বাদ দিও তবু, সময়ের কোরোনা অপচয়,

কিছু জিনিস সরিয়ে রেখে সুখে থাকলে পরে

সরিয়ে রেখ,তবু যেন অসুখী হয়ে নয় ৷

( 24/11/16)

**********************************************

গাছ বল,আকাশ বল,মাটি কিংবা জল

সকল কিছুর ধর্ম আছে একটু মেনে চল,

মানুষেরই ধর্ম আজ অবলুপ্ত প্রায়

তাইতো ধর্ম হারিয়ে খোঁজে ধর্মের আশ্রয় ৷

(24/11/16)

 

কিছু অনু জুড়ে জুড়ে

********************************************

তবে তাই হোক....

কিছু ঋণ জমা থাক,

কিছু ঋণ নয় শোধ,

এই অভিলাষে... ঋণ রেখে যাই,

ঋণ দিয়ে ঋণ নিয়ে দেখা যেন পাই ৷

(7/9/16)

**********************************************

রাগ দেখ,অভিমানও... কষ্ট দেখো না

কতটা কষ্ট হলে পরে, রাগ হয় যন্ত্রণা ৷

রাগ দেখ,অভিমানও... কান্না দেখ না

কতটা কষ্ট হলে পরে কান্নাও আসেনা ৷

(7/9/16)

**********************************************

হয় গ্রহণ করো, নয় বিসর্জন

হয় ত্যাগ নয় স্বীকার,

একই সঙ্গে বোধন আর বিসর্জন নয়,

একই পথে ত্যাগ আর স্বীকার জেনো নয় ৷

(7/9/16)

**********************************************

এক মাত্র সঙ্গী তোমার মন ছায়া কায়া,

এর বাইরে সকল কিছু সবই জেনো মায়া ৷

(7/9/16)

**********************************************

একটু একটু করে

*******************

প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছি ,

প্রতিদিন একটু একটু করে ফিরে আসছি ৷

প্রতিদিন একটু একটু করে দূরে যাচ্ছি ,

প্রতিদিন একটু করে কাছে আসছি ৷

প্রতিদিন একটু একটু করেই তোমায় ভালোবাসছি

(4/9/16)

 

কিছু অনু জুড়ে জুড়ে

**********************************************

অভিমানের ধাক্কা যে সামলাতে না পারে

সে বোঝেনা যন্ত্রণা কতটা বুকে ধরে,

কষ্টগুলো বইতে হলে একা এবং একা

কি লাভ শুধু বারে বারে নিজেকে দিয়ে ধোকা ৷

(25/11/16)

**********************************************

আজ...... এক আকাশ ভর্তি রোদ

কিছু পেঁজা তুলোর মত মেঘ,

গাছেদের সু-নিবিড় শীতলতা

কিছু ঝরে পড়া স্মৃতি নিয়ে.....

আজকের উপহার.......

আমার জন্য ৷

(22/11/16)

**********************************************

সস্তা যা তা সস্তাই থাক মূল্য দিয়ো না

অমূল্য কে মূল্য দিতে পারলে শিখে নিও ৷

বৈচিত্রের ফুলগুলো সব বাগান ভরে পড়ে

বুনো নয়,পারিজাত পারলে বেছে নিও ৷

(21/11/16)

*********************************************

কার্যের পেছনে কারণ থাকে, কারণের পেছনে কার্য

চেষ্টা করলে সব বোঝা যায়, কিছুই তো নয় শক্ত ৷

(21/11/16)

**********************************************

মনের ভুলে যে যা বলে অনুতাপ নেই তাতে,

অনুতাপ তখন যখন সত্যি মনে করে

আঁকড়ে ধরে মনের ঘরে নিজের মনে করে

মানুষ যখন স্মৃতির সঙ্গে সহবাসের পথে ৷

(18/11/16)

 

বুদ্ধি নয়,মন দিয়ে

*******************

সকল কিছু বোঝা না সহজ, একটু চেষ্টা কর

বুদ্ধি দিয়ে নয়,একটু মনটা দিয়ে বোঝ,

বুদ্ধি দিয়ে বুঝলে পরে একেক করে তুমি

অষ্টম আশ্চর্যে পৌঁছে যাবে জানি ৷

কি হবে এত পথ ঘুরে ঘুরে বুদ্ধি নিয়ে সাথে,

বুদ্ধি একটু কম থাকলেও ক্ষতি কিছু না হবে,

তারথেকে মনটা দিয়ে বুঝতে একটু শেখ

আশ্চর্য হবে না তাতে নিশ্চিত জেনে রেখ ৷

( 16/11/16)

**********************************************

যক্ষের ধন

*****************

রাতারাতি টাকা কাগজ হয়ে গেলে পড়ে

পাঁচশো হাজার নিয়ে আমি কি করব তবে!!

গদির নীচে জমান রাশি রাশি ধন

এতদিন টাকা ছিল...বহু মূল্য ধন ৷

আজ যদি তা কাগজ হয় সামলাব কি ভাবে!!

টাকা গুলো আমার সব কাগজ হয়ে গেলে

কি করে করব আমি আবার তাকে সাদা,

মনে আজ আমার যে লাগে বড় ধাঁধা!!

আছি আমি বড় দুঃখে,মনে বড় শোক

টাকা নিয়েও পোহাতে হয় এমনই দুর্ভোগ?

তারচেয়ে বরং আগে থেকে দান করলে পড়ে

আর কিছু না হোক,নাম তো হত তবে...

এখন যে কোনো আর উপায় কিছুই নাই,

মনের দুঃখে ভাবছি আমি.. বনে যাব তাই!

(9/11/16)

 

পাখি তোকে মুক্তি দিলাম

************************

খাঁচার পাখি ছিলিনা তবু,খাঁচা মনে করে

মুক্তি যখন চাইলি তখন, মুক্তি দিলাম তোকে,

উড়তে পারিস মনের সুখে খোলা আকাশ জুড়ে

বসতে পারিস এ গাছ সে গাছ, ইচ্ছে মত উড়ে ৷

মূল্য হয়তো ছিলনা কিছুই দিয়ে ছিলাম যা,

মূল্যহীন হয়ে যাবে ভাবিনিতো তা,

রেখেছিলাম ভালোবাসে হৃদয় জুড়ে তোকে,

যা পাখি আজ মনের সুখে উড়তে দিলাম তোকে ৷

(16/11/16)

********************* ************************

যায় না জোড়া আর!!

*****************************

যারা,,,

জানেনা বোঝেনা বুঝতে পারেনা

অনুভূতির গভীরতা মনের আঙিনা

তারা কি আর বুঝতে পারে,

যায়না জোড়া আর

ভাঙা কাঁচ, ভাঙা মন,

ছিড়ে যাওয়া তার...

ভাঙা এক আয়নাতে প্রতিবিম্ব জুড়ে

যায় কি দেখা প্রতিফলন,

আর কি তেমন সুখে ?

( 26/11/16)

 

পোড়া ইতিহাস... ভাষাপাক

(উৎসর্গ.... বাংলাদেশের আড়াই হাজার বাড়ির সাঁওতাল পরিবারকে যাদের বাড়ি ঘর পুড়িয়ে ফেলা হয়েছে ৷)

****************************

খোলা আকাশের নীচে মানুষ,আশ্রয় নেই কোনো

গৃহ নেই, খাদ্য নেই, অন্ন বা বস্ত্র ৷

ঘর পুড়ছে,জীবন পুড়ছে,পোড়া ভবিষ্যত

একেক করে পুড়েই যাচ্ছে স্বপ্ন আর মন ৷

আজ আর নয় ফুল পাখি গান

জ্যোৎস্না ভরা রাত...

আজ আর নয় কোন উৎসব, দ্রোহ আর দাহ থাক ৷

পেরিয়ে এসেছি প্রেম ভরা পথ

জ্যোৎস্না ভরা রাতে,

চোখের জলে দহন করেছি

রক্ত ভরেছে তাতে ৷

ক্ষত গুলো জুড়ে রক্ত ঝরছে

ঝরতে থাকুক আরো...

তবু নয় আর কোন নীরবতা, দাহ আর শুধু দাহ ৷

আজও যদি শুধু মৌনতাই ভাষা হয় কলমের

চোখের জলের পোড়া ইতিহাস

অলিখিতই থেকে যাবে ৷৷

(13/11/16)

**********************************************

অসহায়তা জন্ম দেয় রাগের

রাগ জন্ম দেয় প্রতিবাদের,

প্রতিবাদ জন্ম দেয় বিদ্রোহ

বিদ্রোহ জন্ম দেয় দাবানল ৷

(12/11/16)

Gemma Nashville,
BOOKS IN REVIEW

In The Press

News & Events

News and Events
  • Mon, 30 Oct
    San Francisco
    30 Oct 2023, 3:00 pm
    I’m an event description. To edit the event description go to My Events. Simply click Manage Events and start editing your event details. I’m a great place to get your guests excited by telling them a little more about your upcoming events.
    Share
  • Tue, 24 Oct
    Seattle
    24 Oct 2023, 7:00 pm
    I’m an event description. To edit the event description go to My Events. Simply click Manage Events and start editing your event details. I’m a great place to get your guests excited by telling them a little more about your upcoming events.
    Share
  • Tue, 10 Oct
    Los Angeles
    10 Oct 2023, 7:00 pm
    I’m an event description. To edit the event description go to My Events. Simply click Manage Events and start editing your event details. I’m a great place to get your guests excited by telling them a little more about your upcoming events.
    Share

Contact

For any media inquiries, please contact agent Max Shturm:

Tel: 123-456-7890 | Fax: 123-456-7890 | info@mysite.com

Sign up to be the first to know about new novels, events and much more!

Follow me:

  • White Facebook Icon
  • White Twitter Icon
  • White Google+ Icon
  • White LinkedIn Icon
Contact

© 2023 by T.S. Hewitt. Proudly created with Wix.com

bottom of page